মুম্বই: ভাঙা সম্পর্ক কি ফের জোড়া লাগতে চলেছে হার্দিক-নাতাশার? গত জুলাই মাসেই নিজেদের বৈবাহিক সম্পর্কে ইতি টানেন তাঁরা। কিন্তু নিজেদের ডিভোর্সের খবর প্রকাশ্যে এনেছিলেন হার্দিক-নাতাশা নিজেরাই। এরপর অবশ্য হার্দিকের সঙ্গে অভিনেত্রী পুণম পাণ্ডের একসঙ্গে ছবি ভাইরাল হওয়া দেখে অনেকেই মনে করছিলেন যে দুজনে সম্পর্কে আছেন। নাতাশাও তাঁর দেশে সার্বিয়াতে ফিরে গিয়েছিলেন ছেলে অগ্যস্তকে নিয়ে। যদিও নিজেরা আলাদা হলেও সন্তানকে যে তাঁরা একসঙ্গে মানুষ করবেন, এই বিষয়ে জানিয়েছিলেন হার্দিক ও নাতাশা। এবার কি শেই অগ্যস্তই ফের কাছাকাছি নিয়ে এল তার বাবা- মা কে?
সম্প্রতি একটি ছবি ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে মুম্বইয়ে ফিরেছেন নাতাশা। ছেলে অগ্যস্তকে নিয়ে হার্দিকের বাড়িতেও এসেছিলেন তিনি। আর এই বিষয় নিশ্চিত হওয়া গিয়েছে আরও একটি বিষয় দেখে। হার্দিকের বড় ভাই ক্রুণালের স্ত্রী পানখুড়ি তাঁর সোশ্য়াল মিডিয়ায় ইনস্টাগ্রামে স্টোরিতে অগ্যস্তর একটি ছবি ভাইরাল হয়েছে। যা মুহূর্তের মধ্যে সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এটি দেখেই অনেকে আন্দাজ করছন যে নাতাশ ও হার্দিক এখন একসঙ্গেই রয়েছেন। যদিও হার্দিক ও নাতাশাকে একসঙ্গে কিন্তু দেখা যায় নি। এই বিষয় দুজনের কেউ কিছু বলেননি।
এমনিতেই হার্দিক ও নাতাশার সম্পর্কের চিড় ধরার কারণ হিসাবে অনেকেই প্রতারণার বিষয়েই সন্দেহ করছিলেন। নাতাশার এই ধরনের পোস্টে লাইক করা সেই জল্পনায় আরও ধোঁয়া দিল। যদিও বিচ্ছেদের কারণ নিয়ে ভারতের তারকা ক্রিকেটার বা মডেল অভিনেত্রী প্রকাশ্যে এখনও পর্যন্ত কিছুই বলেননি। তাতে অবশ্য জল্পনা বাড়ছেই।
১৮ জুলাই হার্দিক ও নাতাশা বিচ্ছেদের কথা ঘোষণা করে লেখেন, ‘চার বছর একসঙ্গে থাকার পর, নাতাশা ও আমি বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। সম্পর্কটা বাঁচিয়ে রাখার জন্য আমরা সেরা প্রয়াস করেছিলাম, নিজেদের সর্বস্ব দিয়েছিলাম এবং আমরা দুইজনেই মনে করি যে এই সিদ্ধান্ত উভয়ের জন্যই ভাল। দুইজনের জন্যই এই সিদ্ধান্ত নেওয়াটা কঠিন ছিল। বিশেষ করে যে আনন্দ, পারস্পরিক সম্মান এবং একে অপরের সঙ্গ উপভোগ করেছি। একসঙ্গে দারুণ কিছু মুহূর্ত কাটিয়েছি। একটা পরিবার হয়ে উঠেছিলাম।’
উল্লেখ্য, কিছুদিন আগেই অগ্যস্তর জন্মদিন ছিল। সেদিন ছেলের জন্মদিন সার্বিয়াতে পালন করেছিলেন নাতাশা।
আরও পড়ুন: ধোনি, কোহলি নাকি রোহিত? নিজের পছন্দের সেরা ক্যাপ্টেন বেছে নিলেন অশ্বিন
আরও দেখুন