প্যারিস: অলিম্পিক্সে পদকের আশা জাগিয়েও হতাশ করেছিলেন ভারতীয় তিরন্দাজরা। তবে প্যারালিম্পিক্সে সেই আক্ষেপ কিছুটা মিটল। সোনা জিতে ইতিহাস গড়লেন ভারতের হরবিন্দর সিংহ (Harvinder Singh)। প্যারা আর্চারিতে এটাই ভারতের প্রথম পদক। সেদিক থেকে দেখতে গেলে ঐতিহাসিক মুহূর্ত উপহার দিলেন হরবিন্দর।
প্যারিস প্যারালিম্পিক্সে পুরুষদের ব্যক্তিগত বিভাগের রিকার্ভ ওপেন ফাইনালে পোলিশ তিরন্দাজ লুকাস সিজ়েককে ৬-০ ব্যবধানে হারান হরবিন্দর। তিনটি সেটে তিনি জেতেন ২৮-২৪, ২৮-২৭ ও ২৯-২৫ পয়েন্টে। এটা হরবিন্দরের পরপর দুই প্যারালিম্পিক্সে পদক জয়। টোকিওতে তিন বছর আগে ব্রোঞ্জ জিতেও তিনি মাইলফলক তৈরি করেছিলেন। ভারতের প্রথম কোনও প্যারা তিরন্দাজ হিসাবে পোডিয়ামে জায়গা করে নিয়েছিলেন হরবিন্দর।
প্যারিস প্যারালিম্পিক্সে পুরুষদের ব্যক্তিগত বিভাগের রিকার্ভ ওপেন সেমিফাইনালে ইরানের মহম্মদ রেজা আরাব আমেরির বিরুদ্ধে ১-৩ পিছিয়ে থাকা অবস্থায় ৭-৩ ব্য়বধানে জেতেন হরবিন্দর। সব মিলিয়ে সেমিফাইনালে ম্য়াচে ২৫-২৬, ২৭-২৭, ২৭-২৫, ২৬-২৪ ও ২৬-২৫ ব্যবধানে জেতেন হরবিন্দর।
চলতি প্যারিস প্যারালিম্পিক্সে তিরন্দাজিতে এটা ভারতের দ্বিতীয় পদক। এর আগে মিক্সড টিম কম্পাউন্ড ইভেন্টে ব্রোঞ্জ জিতেছিলেন ভারতের শীতল দেবী ও রাকেশ কুমার জুটি।
হরবিন্দরকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লিখেছেন, ‘প্যারা আর্চারিতে দারুণ একটা স্পেশ্যাল সোনা। প্যারিস প্যারালিম্পিক্সে পুরুষদের ব্যক্তিগত বিভাগের রিকার্ভ ওপেন ফাইনালে সোনা জেতার জন্য অনেক অভিনন্দন। গোটা দেশ আপ্লুত।’
A very special Gold in Para Archery!
Congratulations to Harvinder Singh for winning the Gold medal in the Men’s Individual Recurve Open at the #Paralympics2024!
His precision, focus and unwavering spirit are outstanding. India is very happy with his accomplishment.… pic.twitter.com/CFFl8p7yP2
— Narendra Modi (@narendramodi) September 4, 2024
হরবিন্দর পদক জেতায় সব মিলিয়ে প্যারিস প্যারালিম্পিক্সে ভারতের পদক সংখ্যা দাঁড়াল ২২টি। যার মধ্যে রয়েছে চারটি সোনা, আটটি রুপো ও ১০টি ব্রোঞ্জ। এর আগে টোকিও প্যারালিম্পিক্সে ১৯টি পদক জিতেছিল ভারত। সেটাই ছিল প্যারালিম্পিক্সে ভারতের সেরা পারফরম্যান্স। এবার সেই কীর্তি ছাপিয়ে গেল ভারত।
আরও পড়ুন: RG কর-এ নির্যাতিতার পরিবারের হাতে নিজের আন্তর্জাতিক পদক তুলে উদাহরণ তৈরি করলেন সুস্মিতা
আরও দেখুন