<p style="text-align: justify;"><strong>জয়পুর:</strong> আইপিএলের মঞ্চে ফিরছেন রাহুল দ্রাবিড়। আগামী মরশুমে রাজস্থান রয়্যালস শিবিরে কোচ হিসেবে দেখা যাবে মিস্টার ডিপেন্ডেবলকে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কোচ ছিলেন। <a title="রোহিত" href="https://bengali.abplive.com/topic/rohit-sharma" data-type="interlinkingkeywords">রোহিত</a>রা চ্যাম্পিয়ন হওয়ার পরই দায়িত্ব থেকে সরে দাঁড়ান দ্রাবিড়। এরপর থেকেই বিভিন্ন আইপিএল ফ্র্যাঞ্চাইজির তরফে দ্রাবিড়কে কোচ করার প্রস্তাব দেওয়া হচ্ছে, এমন খবর শোনা গিয়েছিল। অবশেষে নিজে <a title="আইপিএল" href="https://bengali.abplive.com/topic/ipl" data-type="interlinkingkeywords">আইপিএল</a> কেরিয়ারে সবচেয়ে বেশি সময় যেই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত ছিলেন সেই দলেই কোচ হয়ে ফিরছেন দ্রাবিড়। দলের তরফে এখনও অফিশিয়ালি জানানো না হলেও ইএসপিএল ক্রিকইনফোর তরফে এই খবরের সত্যতা প্রকাশ করা হয়েছে। </p>