Short speech on Teacher’s Day: শিক্ষক দিবসের দিন ছোট বক্তৃতা দিতে চান? দেখে নিন তিনটি ছোট বক্তৃতার নমুনা

প্রতিবছর সারা ভারতবর্ষে জুড়ে ৫ সেপ্টেম্বর পালন করা হয় শিক্ষক দিবস। এই দিনটি জীবনের প্রত্যেক গুরুকে সম্মান জানানোর দিন, যাদের জন্য আপনি আজ নিজের জীবনে সফলতা অর্জন করতে পেরেছেন। শিক্ষক দিবস উপলক্ষে স্কুলে যদি নাতিদীর্ঘ বক্তৃতা দিতে চান, তাহলে এই প্রতিবেদনে রইল তেমনি তিনটি বক্তৃতার নমুনা।

শিক্ষক দিবস পালন করা হয় ভারতবর্ষের অন্যতম মহান শিক্ষাবিদ তথা প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধা রাধাকৃষ্ণণ – এর জন্মদিন উপলক্ষে। সারা জীবন ভারতের শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে তিনি অবিরাম পরিশ্রম করেছিলেন, তাই প্রতিবছর এই মহান শিক্ষাবিদের জন্মদিন উপলক্ষে প্রতি বছর শিক্ষক দিবস পালন করা হয়।

(আরও পড়ুন: ৫ সেপ্টেম্বর নাকি ৫ অক্টোবর? কবে পালন করা হয় আন্তর্জাতিক শিক্ষক দিবস)

শিক্ষক দিবস উপলক্ষে সংক্ষিপ্ত বক্তৃতা 

 

১) শুভ শিক্ষক দিবস। শুভ সকাল আপনাদের সকলকে। একজন শিক্ষক হলেন প্রত্যেকটি ছাত্রছাত্রীদের জীবনে সেই আসার আলো, যিনি সঠিক দিক নির্দেশনা করে ছাত্র-ছাত্রীকে উন্নতির পথে নিয়ে যান। আজ শিক্ষক দিবস উপলক্ষে প্রত্যেক শিক্ষকদের ধন্যবাদ জানাতে চাই, আমাদের জীবনের প্রত্যেকটি কঠিন সময় আমাদের সমর্থন জানানোর জন্য।

২) শুভ শিক্ষক দিবস। পিতা মাতার পর আপনারা সেই গুরু, যারা আমাদের সঠিক পথ দেখাতে সাহায্য করেছেন। যখনই আমরা বিপথে গেছি, আমাদের শাসন করে সঠিক দিশা দেখিয়েছেন আপনারা। পড়াশোনায় দুর্বল ছাত্রদের হাত না ছেড়ে সব সময় তাদের এগিয়ে যেতে সাহায্য করেছেন আপনারা। আপনারাই হলেন সেই মানুষ যারা আছেন বলে আমরা জীবনের প্রত্যেক কঠিন পরীক্ষায় সফল হতে পারছি। আপনাদের সকলকে জানাই অনেক অনেক প্রণাম।

(আরও পড়ুন: হাতে মাত্র একদিন? শিক্ষক দিবসে স্কুলে কিছু বলতে হবে? মুখস্ত করে নাও এখনই)

৩) শুভ শিক্ষক দিবস। আজ শিক্ষক দিবস উপলক্ষে আমরা সকলেই প্রথমে স্মরণ করব ড সর্বপল্লী রাধাকৃষ্ণণকে, যিনি ভারতের শিক্ষানীতিকে উন্নতির পথে নিয়ে গিয়েছিলেন। শিক্ষক শুধু শিক্ষা দান করেন না, নৈতিক এবং মানসিক বিকাশ ঘটান ছাত্র-ছাত্রীদের জীবনে। ভুল ঠিক বিচার করার ক্ষমতা আমরা পেয়েছি আপনাদের কাছেই। এইভাবেই সব সময় আমাদের পাশে থাকবেন। আজ শিক্ষক দিবস উপলক্ষে আপনাদের জানাই সহস্র প্রণাম এবং ভালোবাসা।