মুম্বই: ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (BCCI) নির্বাচকমণ্ডলীতে নতুন মুখ। ভারতীয় পুরুষ ক্রিকেট দলের (Indian Cricket Team) নির্বাচকমণ্ডলীতে এবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে ভারতীয় দলে খেলা উইকেট কিপার ব্যাটার। হরিয়ানার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা অজয় রাত্রাকে নতুন নির্বাচক হিসেবে যুক্ত করা হল। নতুন নির্বাচকের দায়িত্ব শুরু করবেন তিনি আগামী বৃহস্পতিবার ৫ সেপ্টেম্বর থেকে। দলীপ ট্রফির আগেই এই সিদ্ধান্ত নেওয়া হল। সলিল আঙ্কোলার পরিবর্তে ৪২ বছর বয়সী অজয় রাত্রাকে ভারতীয় ক্রিকেট দলের নির্বাচক কমিটিতে নিয়ে আসা হল।
২০০০ সালের পরবর্তী সময়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে যে নতুন ভারতীয় দলের আত্মপ্রকাশ হয়েছিল, সেই দলেই সুযোগ পেয়েছিলেন অজয় রাত্রা। কিন্তু ২০০৩ পরবর্তী সময়ে টিম কম্বিনেশনের জন্য় জন রাইটের দলে আর সেভাবে সুযোগ পাননি রাত্রা। এছাড়াও দীনেশ কার্তিক, পার্থিব পটেল ও এরপর মহেন্দ্র সিংহ ধোনির উত্থাণের পর ধীরে ধীরে হারিয়ে যেতে থাকেন রাত্রা। দেশের জার্সিতে ৬টি টেস্ট ম্যাচ এবং ১২টি একদিনের ম্যাচে খেলেছেন হরিয়ানার এই ক্রিকেটার। প্রথম শ্রেণির ক্রিকেটে ৪ হাজার রান করেছিলেন রাত্রা। উইকেট কিপার হিসেবে ২৪০টি শিকার করেছেন।
রাজস্থান রয়্যালসের কোচ হচ্ছেন দ্রাবিড়?
আগামী আইপিএল শুরু হওয়ার আগে সব দলই এই মুহূর্তে তাঁদের দল সাজাতে ব্যস্ত। রিটেনশনের অঙ্ক কষতে ব্য়স্ত সব দল। এরই মধ্যে রাজস্থান শিবির তাঁদের হেডকোচ কাকে করবে, সেই সিদ্ধান্ত নিয়ে ফেলল। ভারতীয় দলের কোচের পদ থেকে সরে দাঁড়ানোর পর দ্রাবিড়ের হাতে কোনও কাজ ছিল না। আবার কেকেআরের মেন্টর গৌতম গম্ভীর ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব ছেড়ে ভারতীয় ক্রিকেট দলের কোচ হওয়ার পর অনেকেই মনে করেছিলেন যে হয়ত দ্রাবিড়কে নিজেদের দলের সঙ্গে যুক্ত করতে পারে কেকেআর শিবির। ২০১২ ও ২০১৩ আইপিএল মরশুমে রাজস্থান রয়্যালসের কোচ ছিলেন দ্রাবিড়। এরপর ২০১৪, ২০১৫ মরশুমে দলের টিম ডিরেক্টর ও মেন্টর হিসেবে দায়িত্ব সামলান। এরপর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে যোগ দিয়েছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। ২০১৭ সালে অনূর্ধ্ব ১৯ ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে বিশ্বকাপ জিতেছিলেন। ২০২১ সালে ভারতীয় সিনিয়র ক্রিকেট দলের কোচ হন। তাঁর কোচিংয়েই ১১ বছর পর আইসিসি ট্রফি ঘরে তোলে রোহিত শর্মার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া।
আরও পড়ুন: হার্দিক-নাতাশার সম্পর্ক কি ফের জোড়া লাগতে চলেছে? ছেলে অগ্যস্তই কি মিরাক্যাল করছে?
আরও দেখুন