জাতীয় মুক্তি কাউন্সিল সেন্ট্রাল ওয়ার্কিং টিমের এক বৈঠক বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সম্পাদক ফয়জুল হাকিমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জাতীয় মুক্তি কাউন্সিলের জাতীয় পরিষদের সদস্য হাসিবুর রহমান, মুঈনুদ্দীন আহমেদ, মিতু সরকার, সৌরভ রায়, কেন্দ্রীয় অঞ্চলের সংগঠক কাইয়ুম হোসেন, শামসুল আলম, রফিক আহমেদ, সুমন মল্লিক, মনোয়ারুল ইসলাম ও অনন্ত সরকার।
সভায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পতিত হাসিনা সরকারের দোসর খুনিদের অনেকে এখনও গ্রেফতার না হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলা হয়, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে খাটো করা চলবে না।
সভায় জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের তালিকা, আহতদের তালিকা ও পঙ্গুত্ব বরণকারীদের সুনির্দিষ্ট তালিকা দ্রুত সম্পন্ন এবং তাদের পুনর্বাসন করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।
সভায় বলা হয়, শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়ে বাংলাদেশবিরোধী চক্রান্তে লিপ্ত আছে। এই চক্রান্তের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি জানিয়ে বলা হয়, ভারত থেকে শেখ হাসিনাকে ধরে নিয়ে এসে ছাত্র গণহত্যার বিচারের ব্যবস্থা করতে হবে। এ ব্যাপারে কোনোরকম শৈথিল্য ছাত্র-জনতা সহ্য করবে না।
সভায় ছাত্র-জনতার গণঅভ্যুথানের মূল স্পিরিটকে আড়াল করতে প্রতিক্রিয়াশীল শক্তির নন ইস্যুকে ইস্যু করার নানা ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের শক্তিগুলোর প্রতি আহ্বান জানানো হয়।
এতে সারা দেশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের শক্তিকে সংগঠিত ও বিকশিত করার মধ্য দিয়ে শ্রমিক শ্রেণির রাজনৈতিক শক্তি বৃদ্ধির আহ্বান জানানো হয়।