ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের এক মাস পূর্ণ হলো বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর)। এ উপলক্ষে ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রক্তাক্ত জুলাইয়ে শহীদদের হত্যাকাণ্ডের বিচার দাবিতে যশোরে পৃথকভাবে কর্মসূচি পালন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের নেতাকর্মীরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের একাংশের নেতৃত্বে বৃহস্পতিবার বিকাল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি মিছিল শুরু হয়। মিছিলটি শহরের সিভিল কোর্ট মোড়, প্রেস ক্লাব, চৌরাস্তা, দড়াটানা হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের সমন্বয়ক রাশেদ খানের নেতৃত্বে এই মিছিলে পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
মিছিল শেষে বক্তারা বলেন, জুলাই এবং আগস্টে স্বৈরাচার সরকার হটাতে গিয়ে যারা আহত এবং নিহত হয়েছেন, তাদের তালিকা তৈরি করতে হবে। পাশাপাশি যারা অসুস্থ রয়েছেন, তাদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। এই আন্দোলনে শহীদের পরিবারকে আর্থিক সহায়তা দিতে হবে।
অপরদিকে, বেলা ১১টার দিকে সংগঠনের অপর অংশের জেসিনা মুর্শীদ প্রাপ্তি, মাসুম বিল্লাহ, নূর ইসলামের নেতৃত্বে তিন শতাধিক শিক্ষার্থী প্রেস ক্লাব যশোরের সামনে থেকে ‘শহীদি মার্চ’ কর্মসূচি শুরু করেন। তারা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে মিলিত হন।
এরপর সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ছাত্র-জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন। বক্তব্যে তারা জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবি জানান। সেইসঙ্গে হতাহতদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সরকারের কাছে দাবি জানান।
বক্তব্য শেষে নিহত ছাত্র-জনতার স্মরণে এক মিনিট নীরবতা পালন ও তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করে কর্মসূচি শেষ ঘোষণা করা হয়।