নাটোরের নলডাঙ্গায় খুলনা থেকে চিলাহাটি গামী সীমান্ত এক্সপ্রেসের নিচে কাটা পরে শাকিল হোসেন (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর ) রাত ৩টার দিকে উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশনের প্লাটফর্মের দক্ষিণে প্রায় এক কিলোমিটার দুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাকিল হোসেন উপজেলার মহিষমাড়ি এলাকার সেকেন হোসেনের ছেলে।
মাধনগর রেলস্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার মো.ইমদাদুল হক মিলন বিষয়টি নিশ্চিত করে বলেন, মাধনগর রেলওয়ে স্টেশনের প্লাটফর্মের দক্ষিণে প্রায় এক কিলোমিটার দুরে এ দুর্ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে,খুলনা থেকে চিলাহাটি গামী সীমান্ত এক্সপ্রেসের নিচে কাটা পরে শাকিল হোসেন(২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।