AUS vs SCO: টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন রেকর্ড গড়ে স্কটল্যান্ডের বিরুদ্ধে সহজ জয় অজিদের

<p style="text-align: justify;"><strong>সিডনি:</strong> টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন রেকর্ড গড়ল অস্ট্রেলিয়া। স্কটল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্য়াচ খেলতে নেমে পাওয়ার প্লে-তে ১১৩ রান বোর্ডে যোগ করেন। মাত্র ১ উইকেট হারিয়ে বোর্ডে এই রান তুলে নেয় অজিরা। ম্য়াচেও স্কটল্যান্ডকে ৭ উইকেট হারিয়ে দিয়েছে মিচেল মার্শের দল। টি-টোয়েন্টি ফর্ম্যাটে আন্তর্জাতিক ক্রিকেটে পাওয়ার প্লে-তে এর বেশি রান এর আগে বোর্ডে কখনও তুলতে পারেনি অস্ট্রেলিয়া।&nbsp;</p>
<p style="text-align: justify;">টস জিতে ম্য়াচে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অজি অধিনায়ক মিচেল মার্শ। প্রথমে ব্যাট করতে নেমে স্কটল্যান্ড ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৪ রান বোর্ডে তুলে নেয়। জবাবে রান তাড়া করতে নেমে মাত্র ৯.৪ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় অস্ট্রেলিয়া। আর সেই জয়ের মুখ্য ভূমিকা নেন ট্রাভিস হেড। এদিন অস্ট্রেলিয়ার জার্সিতে টি-টোয়েন্টিতে অভিষেক জ্যাক ফ্রেসার ম্য়াকগুর্কের। কিন্তু তিনি খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফিরে যান&nbsp;</p>