Ganesh Chaturthi: মুম্বইয়ের এই ৩ বিখ্যাত গণেশ-পুজোর রয়েছে বিশ্বজোড়া নাম!

সারা ভারতবর্ষে গণেশ চতুর্থী ধুমধাম করে পালন করা হলেও মূলত মুম্বইতে সব থেকে বেশি জাঁকজমক করে পালন করা হয় গণেশ চতুর্থী। গোটা মুম্বই শহরে সেজে ওঠে গণেশ চতুর্থী উপলক্ষে। সাধারণ মানুষ থেকে তারকা, সকলেই এই কয়েকটা দিন আনন্দ উৎসবে মেতে থাকেন।

আপনি যদি মুম্বইয়ের বাসিন্দা হন তাহলে নিশ্চয়ই জানবেন মুম্বইতে কোন কোন গণেশ পুজো বিখ্যাত। তবে আপনি যদি মুম্বইয়ের বাসিন্দা না হন এবং এই গণেশ চতুর্থীতে মুম্বই যাওয়ার প্ল্যান করে থাকেন তাহলে আগে থেকে জেনে নিন মুম্বইয়ের তিনটি বিখ্যাত গণেশ পূজা সম্পর্কে বিস্তারিত।

(আরও পড়ুন: কালকেই শিক্ষক দিবস! দেরি না করে এখনি পাঠিয়ে দিন শিক্ষক দিবসের শুভেচ্ছা বার্তা)

Lalbaugcha Raja, Mumbai: লালবাউগচা রাজা মুম্বইয়ের সবথেকে আইকনিক গণেশ পুজো প্যান্ডেলগুলির মধ্যে অন্যতম। এই পুজো প্যান্ডেলটি ‘লালবাগের রাজা’ নামেও পরিচিত। ১৯৩৪ স্থাপিত এই পূজো প্যান্ডেলটি বছরের পর বছর নিজের ঐতিহ্য ধরে রেখেছে। এই প্যান্ডেলের সাজসজ্জা এবং আলো বিশেষভাবে আকর্ষণ করে দর্শনার্থীদের।

Siddhivinayak Temple Pandal, Mumbai: গণেশ চতুর্থীর কথা বলা হবে আর সিদ্ধির বিনায়ক মন্দিরের কথা বলা হবে না তা তো হতে পারে না। আধ্যাত্মিক তাৎপর্যের জন্য পরিচিত এই মন্দিরের আচার অনুষ্ঠান এতটাই অনবদ্য যে দূর দূর থেকে মানুষ দেখতে আসেন এই পুজো। সাধারণ মানুষের পাশাপাশি নেতা-নেত্রী এবং তারকারাও সিদ্ধি বিনায়ক মন্দিরে আসেন দেবতার দর্শন করার জন্য।

(আরও পড়ুন: হাতে মাত্র একটা দিন, সময় নষ্ট না করে এখনই পাঠিয়ে দিন শিক্ষক দিবসের শুভেচ্ছা)

Dagdusheth Halwai Ganpati, Pune: পুনের দাগডুশেঠ হালওয়াই গণপতি মহারাষ্ট্রের সবথেকে বিখ্যাত গণেশ পুজো গুলির মধ্যে অন্যতম। প্রতিবছর হাজার হাজার ভক্ত এই পুজো প্যান্ডেল দর্শন করার জন্য ভিড় করেন। এই পুজো প্যান্ডেলে গণেশের মূর্তি তৈরি হয় সোনা দিয়ে এবং বিভিন্ন বহু মূল্যবান অলংকার দিয়ে সাজানো হয় গণেশের মূর্তিকে। বিভিন্ন দাতব্য কার্যক্রম এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই পুজো প্যান্ডেলে অনুষ্ঠিত হয় গণেশ পূজো।