প্যারিস: প্যারালিম্পিক্সে (Paralympics 2024) বিরাট সাফল্য। ইতিহাস গড়লেন কপিল পারমার (Kapil Parmar)। অলিম্পিক্স এবং প্যারালিম্পিক্স মিলিয়ে প্রথম ভারতীয় হিসাবে জুডোতে পদক জিতলেন। প্যারিস প্যারালিম্পিক্সে ২৫তম পদক এল ভারতের ঝুলিতে। পুরুষদের ৬০ কেজি জে১ ব্রোঞ্জ জিতলেন কপিল।
ব্রাজিলের এলিয়েলটন ডি অলিভিয়েরাকে ব্রোঞ্জ পদক জয়ের ম্যাচে ইপ্পিনে ১০-০ স্কোরলাইনে পরাজিত করেন।
#ParaJudo🥋: Men’s J1 – 60 Kg #Bronze Medal🥉 Match #ParisParalympics2024🇫🇷 debutant Kapil Parmar clinches a historic #Bronze🥉, beating Brazil’s🇧🇷 Elielton de Oliveira 10-0 via an Ippon.
It is also a first-ever medal🏅 for India🇮🇳 in #ParaJudo in the history of… pic.twitter.com/25xhp8eM7K
— SAI Media (@Media_SAI) September 5, 2024
ব্রোঞ্জ জয়ের সুযোগ রয়েছে হরবিন্দর সিংহদের সামনেও। হরবিন্দর ইতিমধ্যেই সোনা জিতেছেন। তাঁর সামনে আরেক সোনা জয়ের সুযোগ ছিল। তবে মিক্সড দল রিকার্ভ ওপেনের সেমিফাইনালে হরবিন্দর ও পূজার জুটি পরাজিত হয়। ইতালিয়ান জুটির বিরুদ্ধে ২-৬ পরাজিত হতে হয় হরবিন্দরদের। এবার তাঁরা ব্রোঞ্জ জয়ের লড়াইয়ে নামবেন।
#ParaArchery🏹: Mixed Team Recurve Open Semifinals👇🏻
Mixed #ParaArchery pair of Harvinder Singh and Pooja gave it their all before going down to Italy’s 🇮🇹 Elisabetta Mijno/ Stefano Travisani 2-6.
At 8:45 PM IST, they will face Turkey🇹🇷 or Slovenia🇸🇮 in the #Bronze medal… pic.twitter.com/cGvxUfQyWL
— SAI Media (@Media_SAI) September 5, 2024
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: চাপের মুখে অনবদ্য সেঞ্চুরি মুশিরের, দলীপ ট্রফির প্রথম দিনে লড়াকু ইনিংস অক্ষর পটেলের
আরও দেখুন