Kapil Parmar wins Paralympics 2024 bronze makes history Harvinder Singh and Pooja to play for bronze

প্যারিস: প্যারালিম্পিক্সে (Paralympics 2024) বিরাট সাফল্য। ইতিহাস গড়লেন কপিল পারমার (Kapil Parmar)। অলিম্পিক্স এবং প্যারালিম্পিক্স মিলিয়ে প্রথম ভারতীয় হিসাবে জুডোতে পদক জিতলেন। প্যারিস প্যারালিম্পিক্সে ২৫তম পদক এল ভারতের ঝুলিতে। পুরুষদের ৬০ কেজি জে১ ব্রোঞ্জ জিতলেন কপিল।

ব্রাজিলের এলিয়েলটন ডি অলিভিয়েরাকে ব্রোঞ্জ পদক জয়ের ম্যাচে ইপ্পিনে ১০-০ স্কোরলাইনে পরাজিত করেন। 

 

 

ব্রোঞ্জ জয়ের সুযোগ রয়েছে হরবিন্দর সিংহদের সামনেও। হরবিন্দর ইতিমধ্যেই সোনা জিতেছেন। তাঁর সামনে আরেক সোনা জয়ের সুযোগ ছিল। তবে মিক্সড দল রিকার্ভ ওপেনের সেমিফাইনালে হরবিন্দর ও পূজার জুটি পরাজিত হয়। ইতালিয়ান জুটির বিরুদ্ধে ২-৬ পরাজিত হতে হয় হরবিন্দরদের। এবার তাঁরা ব্রোঞ্জ জয়ের লড়াইয়ে নামবেন।

 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: চাপের মুখে অনবদ্য সেঞ্চুরি মুশিরের, দলীপ ট্রফির প্রথম দিনে লড়াকু ইনিংস অক্ষর পটেলের 

 

আরও দেখুন