Make hair spa cream at home: পুজোর আগে পার্লার যাওয়ার সময় নেই? চুল সিল্কি স্মুদ করতে বাড়িতেই বানান স্পা

আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। তারপরেই শুরু হয়ে যাবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। ইতিমধ্যেই কেনাকাটা মোটামুটি শেষ। ম্যাচিং করে সবকিছুই প্রায় কেনা হয়ে গেছে। এবার শুধু পালা রূপচর্চার। কিন্তু এখানেই হয় মূল সমস্যা।

অনেক মানুষ আছেন যারা পূজোর আগের দিন অর্থাৎ পঞ্চমী পর্যন্ত কাজ করেন, ফলে পার্লারে যাওয়ার সময় একেবারেই হয়ে ওঠে না তাঁদের। কিন্তু পুজোর আগে ত্বক বা চুলের যত্ন না নিলে পূজোটাই মাটি হয়ে যায়, ফলে অগত্যা ষষ্ঠীর দিনই পার্লারে দৌড়াতে হয়। কিন্তু শেষ মুহূর্তে রূপচর্চা করেও চুলে বা ত্বকে তেমন জৌলস আসে না।

আসলে চুল বা ত্বক পরিচর্যা করতে হয় অনেকটা আগে থেকেই। আপনার হাতে যদি পার্লারে যাওয়ার সময় না থাকে তাহলে বাড়িতেই করে নিতে পারেন হেয়ার স্পা। মাসখানেক আগে থেকে যদি এই হেয়ার স্পা চুলে ব্যবহার করেন তাহলে আপনি পুজোর সময় পেয়ে যাবেন ফুরফুরে নরম চুল। সামান্য ২টি উপকরণ দিয়েই আপনি তৈরি করে ফেলতে পারবেন এই স্পা ক্রিম।

(আরও পড়ুন: বাড়িতে বানিয়ে ফেলতে চান মুচমুচে ফ্রায়েড মোমো? মেনে চলুন এই ৫টি টিপস)

চুলের জেল্লা আনার জন্য সব থেকে ভরসাযোগ্য একটি উপাদান হলো চিনি। শ্যাম্পুর সঙ্গে চিনি মিশিয়ে যদি চুলে লাগাতে পারেন তাহলেই হয়ে যাবে কেল্লাফতে। এবার দেখুন শ্যাম্পু এবং চিনির মিশ্রণ আপনার চুল কি আর কী কী উপকার প্রদান করতে পারে?

১) অনেকেই আছেন যাদের শ্যাম্পু করার পরেও চুলে কোনও জৌলস আসে না। এমতাঅবস্থায় যদি শ্যাম্পু এবং এক চামচ চিনির মিশ্রণ চুলে মাখতে পারেন তাহলে আপনার চুল হয়ে উঠবে ঝকঝকে এবং মসৃণ।

২) অনেকেই আছেন যাদের চুল খুব শুষ্ক হয়ে যায় শ্যাম্পু করার পরেও, কিছুতেই চুল নরম হয় না। মাইল্ড শ্যাম্পুর সঙ্গে চিনি মিশিয়ে যদি লাগাতে পারেন তাহলে চুল মসৃন, আর্দ্র এবং কোমল হয়ে উঠবে।

৩) মজবুত ঘন চুলের জন্যও কিন্তু চিনির ওপরেই ভরসা করতে হবে আপনাকে। শ্যাম্পু এবং চিনি মিশিয়ে লাগালে চুলের গোড়া ঘন এবং মজবুত হয়।

(আরও পড়ুন: বাড়িতে বানিয়ে ফেলতে চান মুচমুচে ফ্রায়েড মোমো? মেনে চলুন এই ৫টি টিপস)

৪) চুলের খুশকির সমস্যা অনেকেরই থাকে। এই সমস্যাও কিন্তু চলে যায় চুলে শ্যাম্পু এবং চিনি মিশিয়ে লাগালে। শ্যাম্পুর সঙ্গে এক চামচ চিনি মাথার ত্বকে মালিশ করতে পারলে আপনার মাথার ত্বকের মৃত কোষগুলি চলে যাবে এবং খুশকির সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন।