আরজি কর মামলার শুনানি হওয়ার কথা ছিল আজ বৃহস্পতিবার ৫ সেপ্টেম্বর। তবে তা পিছিয়ে যাওয়ার খবর বুধবার সন্ধ্যায় আসে। এরপর জল্পনা ছিল, কবে সুপ্রিম কোর্ট এই মামলার শুনানির পরবর্তী তারিখ দিতে পারে, তা নিয়ে। ৫ সেপ্টেম্বরের সন্ধ্যা গড়াতেই জানা গিয়েছে, আগামী সোমবার ৯ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি হবে।
উল্লেখ্য, ঠিক এক মাস আগে ৯ অগস্ট আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অন্দরে মহিলা চিকিৎসকের মৃত্যু ঘিরে তোলপাড় শুরু হয়। সেই মৃত্যুর ঘটনার ঠিক একমাস পূর্ণ হওয়ার দিনেই এই মামলার পরবর্তী শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে। এর আগে, বুধবার সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার নোটিস দিয়ে জানান, বৃহস্পতিবার মামলার শুনানি হচ্ছে না, বসবে না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। গত কয়েকদিন ধরেই অসুস্থতার কারে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় কোর্টে আসছেন না বলে জানা যায়। তারপরই আসে এই শুনানি পিছিয়ে যাওয়ার খবর। ফলে শুনানির পরবর্তী তারিখ নিয়ে জল্পনা তৈরি হয়। ৪ সেপ্টেম্বরের রাতে মোমবাতি হাতে গোটা শহর থেকে মফঃস্বল গর্জে ওঠে ন্যায় বিচারের দাবিতে। এরপর বৃহস্পতিবারই জানা গিয়েছে, আসন্ন সোমবার আরজি কর কাণ্ডে সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি হবে।
(বিস্তারিত আসছে।)