কলকাতা: আর জি কর কাণ্ডের (R G Kar Incident) জেরে উত্তাল রাজ্য-রাজনীতি। একের পর এক কলাকুশলীরা নিজেদের পুরস্কার, বিভিন্ন আধিকারিক পদ ছাড়ছেন। সেই একই পথে এগোচ্ছেন দীপু ঘোষ। আর জি কর কাণ্ডে সরকারের পর প্রতিবাদে বাংলার গৌরব পুরস্কার ফেরাতে চান প্রাক্তন ব্যাডমিন্টন খেলোয়াড় দীপু ঘোষ (Dipu Ghosh)।
আর জি কর কাণ্ডে সরকারের ভূমিকায় ক্ষুব্ধ, বীতশ্রদ্ধ হয়ে মমতা বন্দোপাধ্যায়ের সরকারের তরফে দেওয়া বিশেষ পুরস্কার ফেরাচ্ছেন দীপু ঘোষ। এবিপি লাইভ বাংলাকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি জানান, ‘দেখুন আপাতত আমি দেশের বাইরে রয়েছে। কলকাতার থেকে অনেকটাই দূরে। তবে কলকাতায় আর জি কর মেডিক্যাল কলেজের ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। বিভিন্ন কাগজপত্রে তো প্রতিনিয়তই ওই ঘটনা নিয়ে না না তথ্য পড়ছি, জানছি। এই ঘটনা আমাকে গভীরভাবে নাড়া দিয়েছে, আহত করেছে। গত তিন , চারদিন ধরেই ভাবছিলাম যে পুরস্কারটা ফেরাব।’
উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক বিতর্কিতভাবে ভাবে কোন্নগরের তৃণমূল আয়োজিত ধর্নামঞ্চ থেকে বলেছিলেন, ‘অনেকে দুর্গাপুজোর অনুদান নেবেন না বলেছেন, সেটা তাঁদের ব্যক্তিগত সিদ্ধান্ত। যাঁরা কর্মবিরতি করছেন শাসকদলের বিরুদ্ধে, তাঁরা সরকারি বেতন, বোনাস নেবেন তো? সরকারি পুরস্কার ফেরত দেবেন তো ?’।
এরপরই বিভিন্ন মহলের ব্যক্তিত্বরা পুরস্কার ফেরানো শুরু করেন। আজই সনাতন দিন্দা রাজ্য সরকারের কমিটি থেকে ইস্তফা দেন। চারুকলা পর্ষদের কার্যকরী সদস্য ছিলেন তিনি। দীপু ঘোষও সেই পথেই হাঁটছেন। তিনি মনে করছেন সরকারের তরফে অবশ্যই উচ্চপদস্থ কাউকে আড়াল করার চেষ্টা চলছে। ‘আমি কলকাতায় নেই, পুরো ঘটনা বিভিন্ন সংবাদমাধ্যমে পড়ে, দেখেই জানতে পারছি। তবে এটুকু তো স্পষ্ট যে সরকারের তরফে লজ্জাজনকভাবে উচ্চপদস্থ কাউকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে। আমি চুনী গোস্বামী, প্রদীপরা একসঙ্গেই মমতা সরকারের তরফে পুরস্কার পেয়েছিলাম। তবে সেই পুরস্কার আমি আর রাখতে পারব না। কলকাতায় রয়েছে ওটা। আমার পক্ষে এখন কলকাতায় যাওয়া সম্ভব নয়, তবে কারুর হাত দিয়ে ওই পুরস্কার ফেরত পাঠাব।’
বাংলার গৌরব পুরস্কারের পাশাপাশি দীপু ঘোষকে সম্মানিক এক লক্ষ টাকাও দেওয়া হয়েছিল। তিনি সেই টাকা সরকারকে ফেরাবেন না। তবে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা এবং চ্যারিটিতে বিলিয়ে দেবেন বলে জানান অর্জুন পুরস্কারজয়ী শাটলার। দীপু ঘোষ দেশের হয়ে একাধিক আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলেছেন। ভাই রমেন ঘোষকে সঙ্গে নিয়ে দু’বার খেলেছেন টমাস কাপের ডাবলসে। সাতবারের জাতীয় চ্যাম্পিয়ন দীপু ঘোষ। ডাবলসেও তাঁর সাফল্য কম নেই। ডাবলসে বরাবর তিনি খেলতেন ভাই রমেন ঘোষকে সঙ্গে নিয়ে।
১৯৮২ সালে দিল্লি এশিয়াডে তিনি কোচিং করিয়েছিলেন ভারতীয় টিমকে। তারপরেও তিনি ভারতীয় ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত ছিলেন বহুবছর।
নয়ের দশকে তিনি ভারত ছেড়ে চলে যান আইসল্যান্ডে। ব্যাডমিন্টনের টানেই। বর্তমানে তিনি সিঙ্গাপুরের বাসিন্দা। তাঁর একমাত্র পুত্র চাকরি করেন সেই দেশেই।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: তিলোত্তমা দিন্দা হয়…আমার গায়ে আঁচ লেগেছে: সনাতন দিন্দা
আরও দেখুন