Students Protest: শিক্ষিকার বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, ভেঙে চুরমার করা হল স্কুলের আসবাবপত্র

শিক্ষিকার বিরুদ্ধে বিক্ষোভ ছাত্রীদের। কঠোর শাস্তি দেওয়া হয়েছে কেন, এমনই প্রশ্ন তুলে, স্কুল থেকে শিক্ষিকাকে অপসারণের দাবিতে সোচ্চার গার্লস স্কুলের ছাত্রীরা। ৪ সেপ্টেম্বর, সারা দেশ যখন শিক্ষক দিবসের প্রস্তুতি নিচ্ছে, তখন ভোপালে ঘটে গিয়েছে এমনই একই ঘটনা। ভাইরাল সেই ভিডিয়োও।

আরও পড়ুন: (Teacher’s day: শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানাতে চান? পাঠিয়ে দিন নজরকাড়া কিছু শুভেচ্ছা বার্তা)

ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে অবস্থিত সরোজিনী নাইডু কন্যা বিদ্যালয়ে। এই স্কুলের বেশিরভাগ ছাত্রীই এদিন বিক্ষোভে অংশ নিয়েছিল। স্কুলের এক শিক্ষিকা বর্ষা ঝা-এঁর অপসারণের দাবিতে এই বিক্ষোভে সামিল হয়েছিল ছাত্রীরা। এমনকি বিদ্যালয়ের আসবাবপত্র ভাঙচুরও করা হয়। শিক্ষিকার অপসারণের ঘোষণা না করা পর্যন্ত ছাত্রীদের বিক্ষোভ থামেনি।

কী এমন শাস্তি দিয়েছিলেন ওই শিক্ষিকা

৪ সেপ্টেম্বর সকাল পর্যন্ত, ভোপালের এই সরকারি স্কুলে সবকিছুই স্বাভাবিক ছিল, কিন্তু বিকেল নাগাদ সেখানে হঠাৎ হট্টগোল শুরু হয়। ছাত্রীদের অভিযোগ, পড়াশোনা না করিয়ে তাদের দিয়ে স্কুল পরিষ্কার করানো হয়। একটু দেরিতে স্কুল এলে তাদের অমানবিক শাস্তি দেওয়া হয়। এমনই অভিযোগ করে বিকেল নাগাদ শুরু হয় ছাত্রীদের সহিংস প্রতিবাদ। তারা ভাংচুরও শুরু করে। ক্লাসরুমের সিলিং ফ্যান, আলমারি ও আসবাবপত্র ভেঙ্গে গিয়েছে। এই হট্টগোলের মধ্যে কয়েকজন ছাত্রী অজ্ঞানও হয়ে যায়। তড়িঘড়ি চিকিৎসার জন্য পাঠানো হয় তাদের।

ভাইরাল ভিডিয়োতে, একজন ছাত্রী এটাও দাবি করেছেন যে, ‘শুধুমাত্র আমরা ১০-১৫ মিনিট দেরি করে স্কুলে এসেছিলাম বলে, স্কুল প্রশাসন আমাদের মাঠে গিয়ে ঘাস সরাতে বাধ্য করেছিল এবং আমাদেরকে রোদের মধ্যে দাঁড় করিয়ে রেখেছিল।’ এই কঠোর শাস্তির কারণে তারা অসুস্থ বোধ করছে বলেও জানানো হয়েছে। এমনকি স্কুলের ওয়াশরুমের খারাপ অবস্থা এবং অপর্যাপ্ত জল সরবরাহ নিয়েও এদিন সোচ্চার ছিলেন ছাত্রীরা।

ভাইরাল ভিডিয়োটি দেখুন এখানে

এখানেই থামেনি মেয়েদের প্রতিবাদ। তাদের দাবি, বিনা কারণে এত কঠোর শাস্তি দেওয়ার জন্য শিক্ষিকা বর্ষা ঝাকে অপসারণ না করা পর্যন্ত আন্দোলন চলবে। যদিও ভোপাল পুলিশ সব সময়ই সব পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত, কিন্তু এমন প্রতিবাদ তারাও আশা করেনি। তাই এসডিএম ও রাজ্য শিক্ষা কেন্দ্রের ডিরেক্টরকে ডাকা হয়েছিল তখন। এরপর অভিযুক্ত মহিলা শিক্ষিকা বর্ষা ঝাকে অবিলম্বে অপসারণের ঘোষণা করেন রাজ্য শিক্ষা কেন্দ্রের ডিরেক্টর। এসডিএম ও বিধায়ক মেয়েদের এই সিদ্ধান্তের কথাও জানান। অবশেষে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি।

আরও পড়ুন: (কম বাজেটে ২-৩ দিনের জন্য পুজোর ছুটিতে বেড়াতে যেতে চান? ভিড় এড়াতে ঘুরে আসুন অফবিট পুরুলিয়া)

ভোপালের রাজ্য শিক্ষা কেন্দ্র জানিয়েছে, ওই শিক্ষিকাকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠানো হয়েছে। মেয়েদের দ্বিতীয় দাবি অনুযায়ী স্কুলের সময় পরিবর্তন নিয়েও সিনিয়র আধিকারিকদের সঙ্গে কথা বলবেন এসডিএম।