Suspend: এবার সাসপেন্ড অভীক, বিরূপাক্ষ! বিপাকে পড়তেই মাথার উপর থেকে হাত তুলে নিল তৃণমূল

এতদিনে নড়েচড়ে বসছে সরকার। এবার দুই চিকিৎসক অভীক দে ও বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে রাজ্য স্বাস্থ্য় দফতর। চাকরি থেকে সাসপেন্ড করা হল দুজনকেই। যারা এতদিন সবার মাথার উপর ছড়ি ঘোরাতেন তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নিল সরকার? তবে এটা কতটা আন্তরিক আর কতটা ড্যামেজ কন্ট্রোল তা নিয়েও প্রশ্নটা থেকেই গিয়েছে। 

স্বাস্থ্য দফতরের নির্দেশে এই দুজনকে চাকরি থেকে বরখাস্তের কথা জানানো হয়েছে। তবে কি সিঁদুরে মেঘ দেখেই আগেভাগে ব্যবস্থা নিল স্বাস্থ্য দফতর? 

অভীক দে। স্বাস্থ্য দফতরের অন্দরে যাদের প্রভাবশালী বলে মনে করা হয় তার মধ্য়ে অন্যতম হলেন অভীক দে। 

অভীক দে নামে এক পিজিটি খুনের ঘটনার পরের দিন সেমিনার রুমে ছিলেন বলে বিভিন্ন মহল থেকে দাবি করা হয়েছে। সেই অভীক সম্পর্কে এখন নানা রকম তথ্য় সামনে আসতে শুরু করেছে। চিকিৎসকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব হেলথ সার্ভিস ও আন্দোলনকারী চিকিৎসকরা ওই অভীক দের পিজিটি পাওয়া নিয়েও নানা প্রশ্ন তুলতে শুরু করেছিলেন।

অভীক যে তৃণমূল ঘনিষ্ঠ তা ইতিমধ্য়েই সামনে এসেছে। এবার দাবি করা হচ্ছে করোনা পর্বে গ্রামীণ এলাকায় চিকিৎসা করলে বিশেষ ছাড় দেওয়া হবে ভর্তির ক্ষেত্রে এই সার্ভিস কোটার সুযোগ নিয়ে ভর্তি হয়েছিলেন অভীক। আর তার মাথায় হাত ছিল বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তৎকালীন এক প্রভাবশালী কর্তার।

এমনকী তিনি বর্ধমান মেডিক্যালের রেডিওলজি বিভাগের আরএমও পদে ছিলেন। কিন্তু তিনি শংসাপত্রে বর্ধমান ২ ব্লকের বামচাঁদাইপুর গ্রামীণ এলাকায় অনাময় হাসপাতালে কর্মরত বলে দাবি করা হয়েছিল।

তবে অভীক সম্পর্কে নানা কথা উঠতেই তার মাথা থেকে হাত তুলে নিয়েছিল টিএমসিপি। 

দীর্ঘদিন ধরেই নানা সুযোগ সুবিধা ভোগ করে এসেছেন অভীক। সেই অভীককে সাসপেন্ড করেছিল তৃণমূল ছাত্র পরিষদ। তৃণমূল ছাত্র পরিষদের তরফে একটা প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। সেখানে উল্লেখ করা হয়েছিল, অভীক দের( পিজিটি এসএসকেএম) বিরুদ্ধে কিছু অভিযোগ রয়েছে। আরজি করের ক্রাইম সিনের পরিপ্রেক্ষিতে। টিএমসিপি তাকে সাসপেন্ড করেছে। যে তদন্ত প্রক্রিয়া চলছে তা শেষ না হওয়া পর্যন্ত এই সাসপেনশন জারি থাকবে। টিএমসিপির রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য একথা জানিয়েছিলেন। এবার চাকরি থেকেই সাসপেন্ড। 

অপর দিকে অপর প্রভাবশালী চিকিৎসক হলেন বিরূপাক্ষ মিত্র। পরীক্ষায় পাশ করিয়ে দেওয়া, পছন্দ মতো পোস্টিং, ইচ্ছে করেই ফেল করিয়ে দেওয়া সবেতেই ছিল এই বিরূপাক্ষ, অভীকদের নাম। তবে এবার ব্যবস্থা।