Trending haircuts for durga puja: এবার পুজোয় পুরুষ এবং মহিলাদের কোন হেয়ারকাট ট্রেন্ডিং? জেনে নিন ঝটপট

আর হাতে এক মাস সময়। তারপরেই ঢাকে কাঠি পড়ার সাথে সাথে শুরু হয়ে যাবে পুজো। পূজো মানেই রাতভর হই হুল্লোড়, মজা আর ঠাকুর দেখা। তবে পুজোর আগে নিজেকে সাজিয়ে তুলতে চান সকলেই। পোশাকের দিক থেকে হোক বা মেকআপের দিক থেকে, নিজেকে যাতে সকলের থাকে আলাদা লাগে তার জন্য চেষ্টা করেন নারী পুরুষ উভয়ই।

তবে পুজোয় আপনি যেভাবেই সাজুন না কেন, আপনার লুক কিন্তু পুরোপুরি চেঞ্জ করে দিতে পারে আপনার হেয়ার স্টাইল। হেয়ার স্টাইল রূপচর্চার এমনই একটি অংশ, যা আপনার ব্যক্তিত্বকে পুরোপুরি পাল্টে দিতে পারে। তাই পুজোর আগেই নিজেকে অনন্য ভাবে সাজিয়ে তোলার জন্য জেনে নিন ঠিক কীভাবে হেয়ার স্টাইল করবেন আপনি।

(আরও পড়ুন: জড়িয়ে ধরার জন্য টাকা পাওয়া থেকে বিছানা বানিয়ে দেওয়া, পাঁচ হটকে ‘কাজের’ সন্ধান)

মেয়েদের হেয়ার স্টাইল: 

 

মহিলাদের একাধিক হেয়ার স্টাইল এবার পুজোয় নজর কাড়বে। তবে সব থেকে বেশি ট্রেন্ডিং হেয়ার স্টাইল হল লং লেয়ারস। আপনার যদি লম্বা চুল হয় তাহলে এই হেয়ার স্টাইল আপনি ক্যারি করতে পারেন। তবে লম্বা চুল না হলেও মন খারাপ করার কিছু নেই। পুজোয় অন্যরকম লুক ক্রিয়েট করতে আপনি বব হেয়ার স্টাইল ট্রাই করতেই পারেন।

তবে বব হেয়ার স্টাইল পছন্দের তালিকায় থাকলেও পুজোর সময় চুলের দৈর্ঘ্য কমাতে ভয় পান অনেকেই। তাই লং বব বা লং হেয়ার কাট করতেই পারেন আপনি। এতে আপনার চুল বড় থাকবে আবার আপনার স্বাদ পূরণ হবে। তবে আপনি যদি লম্বা চুল পছন্দ না করেন তাহলে পিক্সি হেয়ারকাট ট্রাই করতে পারেন, এতে আপনার চুল একেবারে ছোট হয়ে যাবে এবং আপনাকে ভীষণ স্মার্ট দেখতে লাগবে।

(আরও পড়ুন: নকল হইতে সাবধান! জাল ওষুধ এবং ভ্যাকসিনের বাজার আটকাতে QR কোড চালু করছে সরকার)

পুরুষদের হেয়ার স্টাইল: 

 

নারীদের পাশাপাশি এখন পুরুষদেরও একাধিক হেয়ারস্টাইল ট্রেডিং রয়েছে। সব থেকে বেশি নজর কেড়েছে ক্লিন গ্রো হেয়ার কাট। এতে আপনার লুক পাবে একটি ক্লাসিক ছোঁয়া। এছাড়া সিল্কড ব্যাক হেয়ার স্টাইল করলেও মন্দ লাগবে না আপনাকে। ক্যারি করতে পারলে এই হেয়ার স্টাইলও ট্রাই করে দেখতে পারেন।