গত ৯ অগস্ট আরজি করের ইমারজেন্সি বিল্ডিংয়ের ৪ তলার সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল তরুণী চিকিৎসকের মৃতদেহ। সেদিনের একটি ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছিল। যেখানে বহু মানুষকে দেখা গিয়েছিল। অভিযোগ উঠেছিল, ‘ক্রাইম সিনে’ বহিরাগতরা প্রবেশ করেছে। সেই ভাইরাল ভিডিয়োতেই দেখা গিয়েছিল প্রসূন চট্টোপাধ্যায় বলে এক ব্যক্তিকে। পেশায় তিনি ন্যাশনাল মেডিক্যাল কলেজের ডেটা এন্ট্রি অপারেটর। অবশ্য সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ হিসেবেই তিনি পরিচিত। সন্দীপের পিএ হিসেবে নাকি কাজ করেছেন তিনি। এহেন প্রসূনের বাড়িতেই আজ হানা দিল ইডি। তবে খুনের তদন্তে ইডি সেখানে যায়নি। আর্থিক দুর্নীতির তদন্তেরপরি প্রেক্ষিতেই আজ প্রসূনের বাড়িতে অভিযান চলছে। (আরও পড়ুন: ‘DC সেন্ট্রালকে গ্রেফতার করা হোক’, ইন্দিরার নামে মারাত্মক অভিযোগে চিঠি CBI-তে)
আরও পড়ুন: RG কর কাণ্ডে প্রশ্নবিদ্ধ পুলিশ, ‘ভাইরাল ভিডিয়ো’ নিয়ে বিস্ফোরক নির্যাতিতার আন্টি
এদিকে অভিযোগ করা হয়েছিল, গত ৯ অগস্ট ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের হাজিরা খাতায় সই করে আরজি করে চলে এসেছিলেন প্রসূন। ন্যাশনাল মেডিক্যাল কলেজের হাজিরা খাতার ছবি (ছবির সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। প্রশ্ন ওঠে, ন্যাশনাল মেডিক্যালের ডেটা এন্ট্রি অপারেটর পদে কর্মরত প্রসূন চট্টোপাধ্যায় কী ভাবে হাজিরা খাতায় সই করেও, ঘটনার দিনে উপস্থিত ছিলেন আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে? এরপরই ন্যাশনাল মেডিক্যালের অনেকে দাবি করেন, প্রতিদিনই হাজিরা খাতায় সই করে আরজি করে চলে যেতেন প্রসূন। (আরও পড়ুন: আলিপুরদুয়ারে পুলিশের গলাতেও ‘উই ওয়ান্ট জাস্টিস’, ভাইরাল হল ভিডিয়ো)
আরও পড়ুন: নাকে অক্সিজেনের নল, কঠিন রোগের তোয়াক্কা না করে RG করের বিচার চাইতে রাস্তায় বৃদ্ধ
জানা যায়, সন্দীপ যখন ন্যাশনাল মেডিক্যালের সুপার তথা উপাধ্যক্ষ পদে ছিলেন, তখন থেকেই প্রসূন তাঁর ঘনিষ্ঠ হয়ে উঠেছিলেন। এরপর যখন সন্দীপ আরজি করের অধ্যক্ষ হন, তখন ন্যাশনাল মেডিক্যালের হাজিরা খাতায় সই করে আরজি করে চলে যেতেন প্রসূন। আর পরের দিন গিয়ে আগের দিনের ‘লগ আউট’ খাতায় সই করতেন তিনি। (আরও পড়ুন: বধূকে গণধর্ষণের অভিযোগ, পরে মাথা থেঁতলে খুন, ‘ধর্ষণের প্রমাণ নেই’, বলল পুলিশ)
আরও পড়ুন: হল শুনানি, সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন আরজি কর দুর্নীতিতে ধৃত সন্দীপ ঘোষ
এদিকে শুধু ৯ তারিখ নয়, ১২ অগস্ট, যেদিন আরজি করের অধ্যক্ষ পদ থেকে সন্দীপ ঘোষ পদত্যাগ করলেন, সেদিনও নাকি ন্যাশনাল মেডিক্যালের হাজিরা খাতায় সই ছিল প্রসূনের। আরজি করের প্ল্যাটিনাম জুবিলি ভবনের সামনে দাঁড়িয়ে যখন সন্দীপ পদত্যাগের কথা ঘোষণা করছেন, তখন পিছনেই নাকি দাঁড়িয়ে ছিলেন প্রসূন। এদিকে গত ২৭ অগস্ট ভাইরাল হয়েছিল সেই সেমিনার হলের ভাইরাল ভিডিয়োটি। সেদিন ন্যাশনাল মেডিক্যালে প্রসূনের ‘লগ ইন’ সই থাকলেও, লগ আউট খাতায় সই ছিল না। আর তারপর থেকে হাজিরা খাতায় গত কয়েকদিনে প্রসূনের কোনও সই নেই।