আমি আর এবি পার্টিতে নেই: বাংলা ট্রিবিউনকে ব্যারিস্টার রাজ্জাক

এবি পার্টির সঙ্গে সম্পর্ক ছেদ করেছেন দলটির প্রধান উপদেষ্টা ব্যারিস্টার আবদুর রাজ্জাক।

শনিবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বাংলা ট্রিবিউনকে তিনি এ কথা জানান। 

ব্যারিস্টার রাজ্জাক বলেন, ‘আমি আর এবি পার্টিতে নেই।’ 

শোনা যাচ্ছে দুদক বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান হচ্ছেন, এমন প্রশ্নের জবাবে আবদুর রাজ্জাক বলেন, এটা নিছক অনুমান (স্পেকুলেশন)।  

গত ১৭ আগস্ট প্রধান উপদেষ্টার পদে দায়িত্ব পালনে অপারগতার সিদ্ধান্ত জানিয়ে এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জুকে ক্ষুদে বার্তা পাঠান আবদুর রাজ্জাক।

সেখানে রাজ্জাক লিখেছেন, ‘আমি আমার অসুস্থতার কারণে এবি পার্টির প্রধান উপদেষ্টার পদ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছি।’

 একইসঙ্গে এই সিদ্ধান্তের পেছনে কিছু বিষয়ে মতের অমিলকেও কারণ হিসেবে উল্লেখ করেন তিনি।

জানতে চাইলে এবি পার্টির সদস্যসচিব বলেন, ‘গত কয়েক মাস যাবত তিনি (আব্দুর রাজ্জাক) প্যানক্রিয়াসে ক্যানসারজনিত মারাত্মক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি আছেন। সে কারণে প্রধান উপদেষ্টার পদে দায়িত্ব পালনে অপারগতার কথা জানিয়েছেন।’   

মঞ্জু আরও বলেন, ‘আমাদের দলের নাম নির্ধারণ বিষয়ে তার ভিন্নমত ছিল। কিন্তু দলের কার্যনির্বাহী কমিটি ও সাধারণ সভায় সর্বসম্মত উপায়ে দলের নাম ও প্রতীক নির্ধারণ করা হয়েছে। বিষয়টিতে তিনি একটু মনোক্ষুণ্ণ ছিলেন। এছাড়া অন্য কোনও বিষয়ে তার ভিন্নমত বা মতপার্থক্যের বিষয় আমার জানা নেই।’

দলীয় সূত্র বলছে, বর্তমানে যুক্তরাজ্যের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন আবদুর রাজ্জাক। গত ৩০ আগস্ট তার অস্ত্রোপচার হয়েছে।