লিভারপুলের ‘কলোসাস’ ইয়েটস না ফেরার দেশে

লিভারপুলকে প্রথম এফএ কাপ জেতানো ও দুটি শীর্ষ লিগ জয়ী অধিনায়ক রন ইয়েটস ৮৬ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। শনিবার প্রিমিয়ার লিগ দল এই তথ্য জানায়।

স্কটল্যান্ডের সাবেক ডিফেন্ডার ১৯৬২ সালে বিল শ্যাংকলির অধীনে দ্বিতীয় বিভাগ জয়ী লিভারপুল দলের অংশ ছিলেন তিনি। বিলুপ্ত প্রথম বিভাগীয় ট্রফিও জিতেছেন দুইবার। ১৯৬৫ সালে তার নেতৃত্বে প্রথম এফএ কাপ জেতে অলরেডরা। তিনবার জিতেছিলেন চ্যারিটি শিল্ড।

সাম্প্রতিক সময়ে অ্যালঝেইমার রোগে আক্রান্ত হন ইয়েটস। ক্লাব এক বিবৃতিতে জানিয়েছে, ‘লিভারপুল এফসি লিজেন্ডারি সাবেক অধিনায়ক রন ইয়েটসের মৃত্যুতে শোক প্রকাশ করছে। বিল শ্যাংকলির ভাষায় ক্লাব ইতিহাসের একজন ‘কলোসাস’ ছিলেন তিনি।

ইয়েটসকে সম্মান জানাতে শনিবার ক্লাবের পতাকা অর্ধনমিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

১৯৬১ সালের জুলাইয়ে শ্যাংকলির মাধ্যমে ডানডি ইউনাইটেড থেকে ইয়েটসের সঙ্গে চুক্তি করে লিভারপুল। ৬ ফুট ২ ইঞ্চি লম্বা হওয়ায় কোচ এই ডিফেন্ডারের নাম দেন ‘কলোসাস’ মানে দীর্ঘকায়। তাকে ভালোভাবে দেখার জন্য সাংবাদিকদের আমন্ত্রণ জানান শ্যাংকলি।

ছয় মাসের মধ্যে ইয়েটস অধিনায়ক হোন। অ্যানফিল্ডে এক দশকেরও বেশি সময় থেকে ৪৫৩ ম্যাচ খেলেছেন। রেডদের অধিনায়ক হিসেবে তার ৪১৭ ম্যাচের রেকর্ড গত দশকে ভেঙে দেন স্টিভেন জেরার্ড।

স্কটল্যান্ডের হয়ে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলা ইয়েটস তিন বছরের জন্য ট্রানমেরের খেলোয়াড় ও কোচের দ্বৈত ভূমিকায় ছিলেন। যুক্তরাষ্ট্রে সংক্ষিপ্ত সময় অবদান রেখে ১৯৮৬ সালে অ্যানফিল্ডে ফিরে যান প্রধান স্কাউট হিসেবে, সেখানে কাটান দুই দশক।