RG Kar Case: আওয়াজ তুলছে বঙ্গ ক্রিকেটও, আর জি কর ইস্যুতে দোষীদের শাস্তির দাবিতে মুখ খুললেন মনোজ, ঋদ্ধি

<p><strong>কলকাতা:</strong> আর জি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল গোটা দেশ। রাজ্যজুড়ে গত এক মাস ধরে এই ঘটনার সমালোচনায় পথে নেমেছে সাধারণ মানুষ থেকে নাগরিক সমাজ। বিভিন্ন ক্ষেত্রের মানুষরা এগিয়ে এসেছেন। এবার ক্রিকেটের মাঠেও আর জি কর ইস্য়ুতে মুখ খুললেন ২ তারকা ক্রিকেটার মনোজ তিওয়ারি ও ঋদ্ধিমান সাহা। এদিন কালীঘাট ক্লাবে যোগ দিয়েছিলেন বাংলা ক্রিকেট দলের তিন তারকা ক্রিকেটার মনোজ, ঋদ্ধি ও অনুষ্টুপ। সেখানেই <a title="ভারতীয় দল" href="https://bengali.abplive.com/topic/indian-cricket-team" data-type="interlinkingkeywords">ভারতীয় দল</a>ে খেলা ২ তারকা ক্রিকেটার আর জি কর ইস্যু নিয়েও মুখ খুললেন।</p>
<p>শিবপুরের বিধায়ক ও ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ বলেন, ”আর জি করের ঘৃন্য ঘটনার তীব্র নিন্দা করছি। যাঁরা যাঁরা এই ঘটনার সঙ্গে যুক্ত তাঁদের শাস্তি হোক। ফাঁসির শাস্তি হোক। আমাদের রাজ্য থেকেও এই বিষয়ে বিল আনা হয়েছে। বিধানসভায় মাননীয়া মুখ্যমন্ত্রী এই বিল নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন। যাতে পরবর্তীতে এমন জঘন্য অপরাধ কেউ করতে না পারে। কারও মাথাতেও যেন এমন কিছু করার কথা না আসে।”</p>
<p>ভারতীয় ক্রিকেট দলের হয়ে ৪০টি টেস্ট ও ৯টি ওয়ান ডে ম্য়াচ খেলা ঋদ্ধিমান সাহা বলেন, ”সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করেছিলাম। তবে আবারও বলব যে সঠিক মানুষ যেন কড়া শাস্তি পায়। রাস্তায় নামি বা না নামি, দোষী যেন কড়া শাস্তি পায়।”</p>
<p>&nbsp;</p>