SCO vs AUS Josh Inglis hits 43 ball T20I century fastest by an Australia batter during Scotland vs Australia

এডিনবরা: টি-২০ ক্রিকেটে রেকর্ড গড়লেন অস্ট্রেলিয়ার জশ ইংলিস (Josh Inglis)। এডিনবরাতে স্কটল্যান্ডের বিরুদ্ধে মাত্র ৪৩ বলে সেঞ্চুরি করলেন। টি-২০ ক্রিকেটে এটিই অস্ট্রেলিয়ার দ্রুততম সেঞ্চুরি। জশ ভেঙে দিলেন অ্যারন ফিঞ্চ ও নিজেরই একটি রেকর্ড। দুজনেরই এর আগে ৪৭ বলে সেঞ্চুরি করার নজির ছিল টি-২০ ক্রিকেটে। তার চেয়েও ৪ বল কম খেলে শুক্রবার সেঞ্চুরি করলেন জশ ইংলিস।                

ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালের নায়ক ট্র্যাভিস হেড কোনও রান না করে ফেরেন। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল স্কটল্যান্ড। ব্র্যাডলি কুরি পরপর ২ উইকেট নিয়ে শুরুতেই অস্ট্রেলিয়াকে চাপে ফেলে দেন। তবে ক্যামেরন গ্রিনের সঙ্গে (Cameron Green) ৯২ রানের ঝোড়ো পার্টনারশিপে রুখে দাঁড়ান ইংলিস। কুরি সেই পার্টনারশিপ ভাঙলেও ইংলিস আগ্রাসী ব্যাটিং চালিয়ে যান।

 

প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে অস্ট্রেলিয়া তোলে ১৯৬/৪। জবাবে ১৬.৪ ওভারে মাত্র ১২৬ রানে অল আউট হয়ে যায় স্কটল্যান্ড। ৭০ রানে দ্বিতীয় টি-২০ ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার হয়ে ৪ উইকেট নেন মার্কাস স্টোইনিস। প্রথম ম্যাচেও ৭ উইকেটে জিতেছিল অস্ট্রেলিয়া। পরপর দুই ম্যাচ জিতে সিরিজও জিতে নিলেন মিচেল মার্শরা।

 

টি-২০ ক্রিকেটে অস্ট্রেলিয়ার দ্রুততম সেঞ্চুরি

৪৩ বলে – জশ ইংলিস, বনাম স্কটল্যান্ড, এডিনবরা, ২০২৪

৪৭ বলে – অ্যারন ফিঞ্চ, বনাম ইংল্যান্ড, সাদাম্পটন, ২০১৩

৪৭ বলে – জশ ইংলিস, বনাম ভারত, বিশাখাপত্তনম, ২০২৩

৪৭ বলে – গ্লেন ম্যাক্সওয়েল, বনাম ভারত, গুয়াহাটি, ২০২৩

৪৯ বল – গ্লেন ম্যাক্সওয়েল, বনাম শ্রীলঙ্কা, পাল্লেকেলে, ২০১৬                 

আরও পড়ুন: RG কর-এ নির্যাতিতার পরিবারের হাতে নিজের আন্তর্জাতিক পদক তুলে উদাহরণ তৈরি করলেন সুস্মিতা

আরও দেখুন