Viral Prescription: চিকিৎসকের এই প্রেসক্রিপশন বুঝতে গিয়ে হিমশিম খাচ্ছেন অনেকে! আপনি পারলেন? ছবি ভাইরাল

চিকিৎসকের লেখা প্রেসক্রিপশন নিয়ে বহু সময়ই নানান ধন্দ থাকে। প্রেসক্রিপশনে ঠিক কী লেখা রয়েছে, তা বুঝতে অনেকেই ওষুধের দোকান থেকে জিজ্ঞাসা করে নেন। আবার সেক্ষেত্রেও অসুবিধা হলে, সোজা চিকিৎসককেও জিজ্ঞাসা করতে অনেকেই পিছনা হননা। এদিকে, প্রেসক্রিপশনে লেখা-বিভ্রান্তি ঘিরে এবার সদ্য ভাইরাল হয়েছে একটি পোস্ট। সোশ্যাল মিডিয়ায় এসেছে একটি প্রেসক্রিপশনের ছবি। যার মর্ম উদ্ধার করতে গিয়ে অনেকেই মাথা চুলকাচ্ছেন!

জানা যাচ্ছে, ওই প্রেসক্রিপশন কোনও সরকারি স্বাস্থ্যকেন্দ্রের থেকে এসেছে। ঘটনা মধ্যপ্রদেশের। এবার এই প্রেসক্রিপশনে কী লেখা রয়েছে, তা নিয়ে বহু প্রশ্ন উঠছে। প্রেসক্রিপশনের বাঁ দিকে লেখা ২৫৫ সংখ্যাটি পড়া যাচ্ছে। আর বাঁদিকে উপরে লেখা W টি পড়া যাচ্ছে। বাকি হাতের লেখার প্যাঁচে কী লেখা রয়েছে প্রেসক্রিপশনে তা বোঝা দায়, অনেকের কাছেই। জানা যাচ্ছে মধ্যপ্রদেশের সাতনার নাগোদ এলাকার স্বাস্থ্য কেন্দ্র থেকে এই প্রেসক্রিপশন দেওয়া হয়েছে। এই প্রেসক্রিপশন দেওয়া হয়েছে রোগী অরবিন্দ সেনকে। তিনি শরীরে একটি সমস্যা নিয়ে গিয়েছিলেন চিকিৎসকের কাছে। তারপর তাঁর সমস্যা শুনে চিকিৎসক প্রেসক্রিপশনে কিছু লিখে দেন। তবে প্রেসক্রিপশনে কী লেখা রয়েছে, তা বুঝতে পারেননি খোদ অরবিন্দবাবু। এরপর তা অনেকেই বুঝতে পারছিলেন না। প্রেসক্রিপশন ভাইরাল হয়ে চলে আসে সোশ্যাল মিডিয়ায়। সেখানেও অনেকে এই প্রেসক্রিপশন পড়ে উদ্ধার করতে পারছেন  না!

(Non veg Tiffin issue in UP: টিফিনে বিরিয়ানি আনায় তৃতীয় শ্রেণির মুসলিম ছাত্রকে স্কুল থেকে বহিষ্কার যোগী রাজ্যে )

রাজ্যের মুখ্যমন্ত্রী ও সাতনার কালেক্টরকেও ট্যাগ করে এই পোস্ট দেওয়া হয়েছে। এরকম প্রেসক্রিপশন লেখার জন্য অনেকেই ডাক্তারের বিরুদ্ধে পদক্ষেপ করার কথা বলছেন। সোশ্যাল মিডিয়ায় অনেকের দাবি, এই প্রেসক্রিপশন সম্ভবত স্থানীয় চিকিৎসক অমিত সোনির হতে পারে।