বিপিএলেও এক হচ্ছেন সাকিব-শাকিব?

শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও রদবদল হচ্ছে। বোর্ডের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক ফারুক আহমেদ। বোর্ডে এসেই বেশ কিছু বিভাগে সংস্কারের উদ্যোগ নিয়েছেন। আজ শনিবার বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন ফারুক। বিসিবির সাবেক পরিচালকদের সঙ্গে বৈঠক ছাড়াও বিপিএলকে ঢেলে সাজানোর উদ্দেশ্যে দফায় দফায় সভা করছেন তিনি। বিপিএলের এই সভাতে উপস্থিত ছিলেন চিত্রনায়ক ইমন। তিনিই জানালেন, সাকিবের ব্যাপারে তাদের দলের আগ্রহ আছে। যদিও যদি…কিন্তু… রেখে দিলেন এই চিত্রনায়ক।

চলতি বছরের ডিসেম্বরে শুরু হওয়ার কথা বিপিএলের নতুন আসর। এনিয়ে ইতোমধ্যেই কার্যক্রম শুরু করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন নেতৃত্ব। এখন পর্যন্ত নিশ্চিত যে, একাধিক ফ্র্যাঞ্চাইজির মালিকানা পরিবর্তন হবে অথবা তারা অংশ নেবে না। চিত্রনায়ক শাকিব খান যে ঢাকার ফ্র্যাঞ্চাইজি কিনতে যাচ্ছেন, সেটা অনেকটাই নিশ্চিত। রিমার্ক-হারল্যান নামের একটি প্রতিষ্ঠানের পরিচালক চিত্রনায়ক শাকিব। ওই প্রতিষ্ঠানের শুভেচ্ছা দূত ক্রিকেট তারকা সাকিব আল হাসান। 

আজ শনিবার প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক চিত্রনায়ক ইমন এসেছিলেন মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। রিমার্ক-হারল্যান নামের ওই প্রতিষ্ঠানটিই বিপিএলের দল কিনতে ইচ্ছুক। এদিন বিসিবি সভাপতি ফারুকের সঙ্গে হারল্যান কর্তৃপক্ষের সাক্ষাৎ হয়। আলোচনা শেষে গণমাধ্যমকে ইমন বলেছেন, ‘আমাদের দলে কারা কারা অন্তর্ভুক্ত হবে, তা এ মুহূর্তে বলতে পারছি না। যদি আমরা দলটা পেয়ে যাই, তাহলে অনেক কিছু জানতে পারবো। সাকিব আল হাসান তো ক্রিকেটের অনেক বড় ব্র্যান্ড। উনার কারও সঙ্গে কন্ট্রাক্ট আছে কিনা এটা এ মুহূর্তে বলতে পারছি না। সময় গেলেই এটা জানা যাবে।’
 
বিসিবি প্রধানের সঙ্গে আলোচনা প্রসঙ্গে ইমন আরও বলেছেন, ‘সামনে বিপিএল। আমরা আজ বিসিবিতে সাক্ষাৎকার দিতে এসেছিলাম। বোর্ড সভাপতি ও সদস্যদের সঙ্গে ইন্টারভিউ সেশন ছিল। আমরা ইতিবাচক কিছু আশা করছি। বিসিবি যে সিদ্ধান্ত নেবে সেটা আমরা মেনে নেবো। অনেক নিয়ম-কানুন রয়েছে। সেগুলো সম্পর্কে জেনেছি। আমাদের মোটিভ কী, কেন এসেছি ক্রিকেটে… সব বিস্তারিত জানিয়েছি। আমরা আশা করতে পারি (দল পাওয়ার ব্যাপারে)। আমরা অপেক্ষা করছি বিসিবি সিদ্ধান্তের ওপর। তারা যে সিদ্ধান্ত নেবে আমরা সেভাবেই ব্যবস্থা নেবো।’

এদিকে শনিবার ফারুকের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিসিবির সাবেক সহ-সভাপতি ও পরিচালকরা। সহ-সভাপতি শাহ নুরুল কবির শাহীনের নেতৃত্বে কাজী মহিউদ্দিন বুলবুল, রফিকুল ইসলাম বাবু, রেদোয়ান ফুয়াদ, শফিকুল ইসলাম, শহিদুজ্জামান শহীদ, কাইয়ুম চৌধুরী, মো. জাহিদ হোসেন, আসাদুজ্জামান সভায় উপস্থিত ছিলেন। ২০০১ থেকে ২০০৫ সালের মধ্যে বোর্ডে দায়িত্ব পালন করেছেন তারা।

বিসিবি সভাপতির পাশে থাকার আশ্বাসসহ তাদের সমর্থনের বিষয়টি জানিয়ে সাবেক সহ-সভাপতি নুরুল কবির শাহীন বলেছেন, ‘আমরা ক্রিকেট খেলেছি, ক্রিকেট সংগঠক ছিলাম, এখনও আছি। সুতরাং ক্রিকেটের মায়া আমরা ত্যাগ করতে পারবো না। আমরা বিসিবি প্রধানকে সব ধরনের সহযোগিতা করার কথা জানিয়ে গেলাম।’