‘বাঙালি উৎসবে ফিরবে কি না সেটা ঠিক করার মালিক সংখ্যালঘু মুখ্যমন্ত্রী নন’

আরজি কর মেডিক্যালে নির্যাতিতা তরুণী চিকিৎসকের সুবিচারের দাবিতে আন্দোলন ছেড়ে রাজ্যবাসীকে উৎসবে ফিরতে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার সেই মন্তব্যের আরও একবার তুমুল সমালোচনা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বাঙালি কী করবে সেটা ঠিক করার মালিক মমতা ব্যানার্জি নয়।

আরও পড়ুন – আরজি কর কাণ্ডের একমাস পর এখনও ধৃত সঞ্জয়ই মূল অভিযুক্ত! কীভাবে এগিয়েছে CBI?

পড়তে থাকুন – ‘টাকার কথা বলিনি’ মিথ্যেবাদী মুখ্য়মন্ত্রী, মমতার ভিডিয়োতে প্রমাণ দিলেন শুভেন্দু

 

শুভেন্দুবাবু বলেন, ‘এবারের লোকসভা ভোটেও ৫৪ শতাংশ মানুষ ওনার বিরুদ্ধে ভোট দিয়েছে। উনি মাইনরিটি মুখ্যমন্ত্রী। এবারেও ওনার পার্টি ৪৫.৬৭ শতাংশ ভোট পেয়েছে। গরিষ্ঠ সংখ্যক বাঙালি ওনার বিরুদ্ধে ভোট দিয়েছে। বাঙালি কী করবে সেটা ঠিক করার মালিক মমতা ব্যানার্জি নয়।’

মমতার প্রতি শুভেন্দুর কটাক্ষ, ‘মমতা বন্দ্যোপাধ্যায় যে আন্দোলনকে দমানোর চেষ্টা করবেন এটা নতুন কিছু নয়। উনি মুসলিম ভোট আর পুলিশকে ব্যবহার করে ক্ষমতায় টিকে আছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ হল গুন্ডাদের আশ্রয় দেওয়া।’

শুভেন্দুবাবু জানান, ‘বাংলায় উৎসব হবে কি না তে ১৮ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে শুনানির পর ঠিক করবেন বাংলার মানুষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় সেটা ঠিক হবে না। ওনার তো প্রথম থেকেই লাজ-লজ্জা বলে কিছু নেই।’

আরও পড়ুন – রায় নয়, সঞ্জয় রাই; RG করের অভিযুক্ত আদতে বিহারের লোক, দাবি মমতার, ‘হাওড়ারও…’

মঙ্গলবার নবান্নে এক প্রশাসনিক বৈঠক থেকে রাজ্যের সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যয় বলেন, ‘একমাস তো হয়ে গেল.. ৩১ শে মাস. একমাস একদিন.. আমি অনুরোধ করব, পুজোয় ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন।’