Bengaluru Auto Driver Row: মহিলা যাত্রীকে চড় মেরে গ্রেফতার অটো চালক! তবুও কারও কারও সহানুভূতি পাচ্ছেন তিনি, কেন

মহিলা যাত্রীর সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন, তাও সহানুভূতি পাচ্ছেন বেঙ্গালুরুর অটো চালক। অটো বুক করেও বাতিল করায় মহিলা যাত্রীর উপর রেগে গিয়েছিলেন তিনি। রাগের বশে গালিগালাজ তো করলেনই, এরই পাশাপাশি মহিলাকে থাপ্পড় মারতেও ছাড়েননি। এমন অশালীন ব্যবহারের জন্য পুলিশ গ্রেফতার করেন তাঁকে। জামিন পাননি। প্রয়োজন আইনজীবীর সাহায্য। তাঁর জন্য আবার খরচ করতে হবে ৩০,০০০ টাকা।

এই মূল্যস্ফীতির বাজারে, অটো চালিয়ে দিনপাত করা একজন সাধারণ চালক, কীভাবে এত টাকা জোগাড় করবেন? সবটা জেনে এমনটাই মনে হয়েছে নেটিজেনদের। একজন মহিলার উপর এমন দুর্ব্যবহারের পরও অভিযুক্তের পাশে দাঁড়ানোর বিষয়টা নিয়ে অনেকেই সমালোচনা করেছেন ঠিকই। কিন্তু বেশিরভাগই অটো চালককে সহানুভূতি দেখিয়েছেন।

আরও পড়ুন: (Viral: বৃষ্টিতে যানজটে আটকে জোমাটোতে অর্ডার ব্যক্তির, ডেলিভারি বয়ের ভিডিয়ো ভাইরাল)

এ প্রসঙ্গে একজন সোশ্যাল মিডিয়া ইউজারের দাবি, ‘আমি জানি রাইড বুক করে বাতিল করার কারণে, হতাশ হয়ে পড়েছিলেন চালক। তাই তিনি এমন কাণ্ড বাঁধিয়েছেন। তাঁকে চার দিন জেলে থাকতে হয়েছে। এমন পরিস্থিতিতে আবার ৩০,০০০ টাকা বের করা তাঁর জন্য চাপের। আর না দিলে, হেনস্থা হতে হবে, উপার্জনের রাস্তা বন্ধ হয়ে যাবে। তাই আমি মুথুরাজকে জামিনের জন্য সাহায্য করতে চাই। এমন কোনও আইনজীবী যদি থাকেন, তিনি মুথুরাজের পাশে দাঁড়াবেন, তাঁকে আমি আমার তরফ থেকে ১০০০ টাকা দেব। অন্যদেরও তাই করতে বলব।’

অনেকেই এই ইউজারকে সমর্থন করেছেন। তাঁরাও ১,০০০ টাকা করে দেওয়ার কথা দিয়েছেন। একজন ব্যবহারকারী এ প্রসঙ্গে লিখেছেন, ‘আমি আপনার সঙ্গে একমত এবং এই কারণের জন্য আমিও ১০০০ টাকা টাকা দিতে চাই। কিন্তু অটো চালক যেন বিচার পান তা দেখতে হবে। যারা রোজ রোজগার করে বেঁচে থাকেন, তাঁর মলের যাত্রীদের থেকে টাকার মূল্য একটু বেশিই ভালো জানেন।’ এদিকে, অন্যরা তাঁদের মতামতের ও সহানুভূতির ধারণার নিন্দাই করেছেন। প্রশ্ন তুলেছেন যে একজন মহিলার সঙ্গে অপব্যবহার করতে গিয়ে ধরা পড়েছেন যে ব্যক্তি, তিনি কীভাবে আর্থিক সহায়তা পেতে পারেন।

ঠিক কী ঘটেছিল

আসলে, গত সপ্তাহে অভিযুক্তের অটোরিকশায় নারী যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারের ভিডিয়ো ভাইরাল হয়। একজন মহিলার অভিযোগ যে তিনি রাইড বাতিল করায়, সরাসরি চড় মেরেছিলেন চালক। এমনই বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য ওই দিনই গ্রেফতার করা হয়েছিল অটো চালককে। ঘটনাটি ঘটেছিল বেঙ্গালুরুতে, মঙ্গলবার সন্ধ্যায়। অভিযুক্ত অটো চালকের নাম আর. মুথুরাজ। চিক্কলাসন্দ্রের বাসিন্দা তিনি। ওলা অটো চালান।

ভাইরাল ভিডিয়োটি দেখুন এখানে

পুলিশি জিজ্ঞাসাবাদ চলাকালীন, মুথুরাজ নিজেই স্বীকার করেছিলেন যে এক কলেজ ছাত্রী রাইড বাতিল করলে নিজের মেজাজ হারিয়েছিলেন তিনি। মেয়েটিকে গালিগালাজ করেছিলেন এবং চড়ও মেরেছিলেন। এরপরই তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ধারা ৭৪ এবং ধারা ৩৫২-এর অধীনে অভিযোগ দায়ের করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) এর অধীনে ‘শান্তি ভঙ্গ করার উদ্দেশ্যে আক্রমণ’ এবং ‘ইচ্ছাকৃত অপমানের’ অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুন: (Video of IIT Kanpur: লুকিয়ে ক্লাসে ঢোকার চেষ্টা, উঠল হাসির রোল, ভাইরাল আইআইটি কানপুরের ভিডিয়ো)

একজন মহিলার সঙ্গে এমন অশালীন আচরণের জন্য জামিন দেওয়া হয়নি তাঁকে। পুলিশ তাঁকে আদালতে হাজির করার সিদ্ধান্ত নিয়েছে। একজন সিনিয়র পুলিশ অধিকর্তার দাবি, আদালত মামলাটিকে গুরুত্ব সহকারে নিচ্ছে। শুধুমাত্র একটা রাইড বাতিল করার জন্য কোনও মহিলার সঙ্গে এমন অশালীন আচরণ খুবই ভুল কাজ। এই ধরনের আচরণ মেনে নেওয়া যায় না। পুলিশ সূত্র জানিয়েছে যে রাইড বাতিল করার জন্য জ্বালানী খরচ সম্ভবত ২০-৩০ টাকার বেশি ছিল না। কিন্তু একজন আইনজীবীকে তাঁর আইনি ফি দিতে মুথুরাজের ৩০,০০০ টাকার বেশি খরচ হবে। আর এখন এই ফি-ই নেটিজেনরা সকলে মিলে দেওয়ার দাবি জানিয়েছেন।