Hair style: বেড়াতে যাওয়ার তাড়াহুড়োয় শ্যাম্পু করা হয়নি? চিটচিটে চুলেও হবে এই ৩ স্টাইল

হঠাৎ করেই বন্ধু-বান্ধবদের সঙ্গে বেড়াতে যাওয়ার প্লান হয়েছে? ভোরে উঠেই বেরিয়ে পড়তে হবে? শ্যাম্পু করার সময় পাবেন না একদমই? কি করবেন ভাবছেন? একদম চিন্তা করবেন না। শ্যাম্পু না করেও আপনি সহজে চুলে করতে পারবেন এই স্টাইলগুলি।

শ্যাম্পু করার পর চুলের তেলচিটে ভাব এবং ধুলো ময়লা দূর হয়ে যায়। কিন্তু অনেক সময় ব্যস্ততার জন্য সময় মত চলে শ্যাম্পু করা যায় না। ফলে চুল হয়ে যায় রুক্ষ। এমতাবস্থায় আপনার যদি হঠাৎ করে বেড়াতে যাওয়ার প্ল্যান তৈরি হয় এবং আপনার কাছে শ্যাম্পু করার সময় না থাকে তাহলে এই হেয়ার স্টাইলগুলি আপনাকে দেবে একটি পারফেক্ট লুক।

বিনুনি: কম পরিশ্রমে অভিনব চুলের স্টাইল করতে চাইলে চুলে বিনুনি করতে পারেন। তবে বিনুনি করার সময় মাথায় রাখতে হবে কোন ধরনের বিনুনি আপনার মুখে ভালো লাগবে। আপনি চাইলে আলগা প্রিন্স বিনুনি করতে পারেন আবার চাইলে বক্সার বিনুনিও করতে পারবেন। মাথা ভর্তি চুল না থাকলেও আপনি অল্প চুলেও বিনুনি করতে পারবেন।

বান: চুলে শ্যাম্পু করা না থাকলেও বান বা খোঁপা আপনাকে আত্মবিশ্বাসী করে তুলবে সকলের সামনে। ভালো করে চুল আঁচড়ে সুন্দর করে যদি বান করতে পারেন তাহলে কিন্তু সেটি যে কোনও হেয়ার স্টাইলকেই হার মানিয়ে দিতে পারবে। আপনি চাইলে প্রফেশনাল কারোর সাহায্য নিয়ে একটি বড় এবং সুন্দর বান তৈরি করে নিতে পারেন।

পনিটেল: চুড়িদার বা জিন্স-এর সঙ্গে পনিটেল স্টাইল খুব সুন্দর মানায়। চুল ভালো করে আঁচড়ে পিছনের দিকে বেঁধে পনিটেল করে রাখলে সেটি আপনার আত্মবিশ্বাসকে অনেক বেশি দৃঢ় করে। তবে পনিটেলের সঙ্গে ওয়েস্টার্ন ড্রেস ক্যারি করলে সব থেকে সুন্দর মানায়।