Junior Doctor:রয়েছে লাইভ স্ট্রিমিংয়ের দাবি! ‘CMর সঙ্গে দেখা করতে চাই’, ৩০ প্রতিনিধি নিয়ে নবান্ন যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা

আরজি কর কাণ্ডে উত্তাল বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে সরব হয়েছেন বহু আন্দোলনকারী। এদিকে, এদিন নিজেদের দাবিতে অনড় থেকে ৩০ জন প্রতিনিধি নিয়ে নবান্নে যাওয়ার উদ্যোগ নিয়েছেন জুনিয়ার ডাক্তাররা। তাঁরা সাফ জানান, ২০ এর বেশি মেডিক্যাল কলেজের প্রতিনিধির সংখ্যা রয়েছে। ফলে নিজেদের দাবিতে অনড় থেকে তাঁরা ৩০ জন প্রতিনিধি নিয়েই নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছেন। বিষয়টি মুখ্যসচিবকে পাল্টা ইমেল করে জানিয়েছেন আন্দোলনরত চিকিৎসকরা।

আন্দোলনরত জুনিয়ার চিকিৎসকরা জানান,’ ৩০ জনের কমে প্রতিনিধি দল নিয়ে বৈঠক সম্ভব নয়’। তাঁর আরও জানিয়েছেন,’ মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই।’ বিকেল ৪.৪৫ মিনিটের মধ্যে তাঁদের নবান্ন পৌঁছনর কথা জানা যাচ্ছে। রাজ্য প্রশাসনের সঙ্গে মুখোমুখি বসতে এই ৩০ জন প্রতিনিধিকে নিয়ে বাস প্রস্তুত করে, আন্দোলনরত ডাক্তাররা যাচ্ছেন নবান্নে। জানা গিয়েছে, গোটা পর্বের লাইভ স্ট্রিমিং এরও দাবি তাঁরা জানিয়েছেন। তাঁদের দাবি, সুপ্রিম কোর্টের শুনানি যদি লাইভ হতে পারে, তাহলে এই আলোচনা লাইভ স্ট্রিমিং করা যেতে পারে। সেই দাবির কথা তাঁরা নবান্নে জানাবেন বলেও মুখ খুলেছেন আন্দোলনরত চিকিৎসকরা। তাঁরা সাফ জানাচ্ছেন, তাঁদের ৫ দফা দাবি নিয়েই আলোচনা করতে চান তাঁরা। এই বিষয়ে তাঁরা মুখ্যসচিবকে পাল্টা ইমেল করে বক্তব্য জানান তাঁদের। 

( RG Kar latest bomb scare: আরজি কর-এ পরিত্যক্ত ব্যাগ ঘিরে বোমাতঙ্ক! ধরনা মঞ্চে কী দেখা গেল? ছুটল বম্ব স্কোয়াড)

( New Vande Bharat Trains for West Bengal: রবিবার থেকে নয়া ৩ রুটে বন্দে ভারত পাচ্ছে বাংলা! রইল সময়সূচি, স্টেশন)

( Judges complex attack: ‘একটু নেশা করে ফেলেছিলাম, বুঝতে পারিনি ওটা… ’ বিচারকের আবাসনে দুষ্কৃতী হানায় ধৃতের স্বীকারোক্তি)

নবান্নে যাত্রার আগে, সাংবাদিকদের মুখোমুখি হন আন্দোলনরত ডাক্তাররা। সেখানেই তাঁরা জানান বিকেল ৫ টায় নবান্নে তাঁদের সঙ্গে বৈঠকের কথা মুখ্য়সচিব তাঁর মেইলে জানান। এদিকে, বৃহস্পতিবার বিকেলে আন্দোলনকারীদের চিঠি দেন মুখ্যসচিব। সেখানে তিনি জানান, বিকেল ৫ টায় নবান্নে তাঁদের সঙ্গে বৈঠকে বসবে রাজ্য। থাকবেন মুখ্যমন্ত্রী নিজে। সেখানে জুনিয়ার ডাক্তারদের ১৫ জন প্রতিনিধিকে উপস্থিত থাকার কথা বলা হয়েছে। বিষয়টিতে স্বচ্ছ্বতা ধরে রাখতে তা রেকর্ড করা যেতে পারে বলেও মুখ্যসচিব জানান। তবে নিজেদের দাবিতে অনড় থেকে সেখানে ৩০ জন প্রতিনিধিকেই নিয়ে যাচ্ছেন চিকিৎসকরা। 

 

 

 

 

(বিস্তারিত আসছে)