রাজধানীর যাত্রাবাড়িতে ট্রাফিক পুলিশ সদস্যকে দুর্বৃত্তদের ছুরিকাঘাত

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় দায়িত্বরত এক ট্রাফিক পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে যাত্রাবাড়ীর জনপদ মোড়ে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যের নাম আশরাফ আলী (৪৭)। তিনি ডিএমপির ট্রাফিক ওয়ারী বিভাগের কর্মরত রয়েছেন।

শুক্রবার রাতে জনপদ মোড়ে দায়িত্ব পালনের সময় ট্রাফিক পুলিশ সদস্য আশরাফকে পিছন থেকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুজন দুর্বৃত্ত। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাত সাড়ে ১১ টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ। তিনি বলেন, যাত্রাবাড়ী এলাকায় ডিউটিরত অবস্থায় ছুরিকাঘাতে এক ট্রাফিক পুলিশ সদস্য আহত হয়েছেন। এ বিষয়ে বিস্তারিত জানার জন্য সেনাবাহিনীর সহযোগিতায় কাজ করা হচ্ছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। দুর্বৃত্তদের আটকের চেষ্টা চলছে।

ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এসআই) মো. মাসুদ জানান, জনপদের মোড় থেকে আহত অবস্থায় পুলিশ সদস্য আশরাফ আলীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছুরিকাঘাতে তার পিঠের দিকে গুরুতর জখম হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তার অস্ত্রোপচার চলছে। তার অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।