কঙ্গোতে ব্যর্থ অভ্যুত্থানে জড়িত অভিযোগে ৩ মার্কিন নাগরিকের মৃত্যুদণ্ড

গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে ব্যর্থ অভ্যুত্থানে জড়িত থাকার অভিযোগে তিন মার্কিন নাগরিককে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির সামরিক আদালত। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) কঙ্গোর রাজধানী কিনশাসায় এই রায় ঘোষণা করা হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

কঙ্গো, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও বেলজিয়ামের নাগরিকসহ ৫০ জনের বিরুদ্ধে এই অভ্যুত্থানচেষ্টায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। শুক্রবার কিনশাসার এনডোলো সামরিক কারাগারের বাইরে একটি তাঁবুর নিচে আদালত বসিয়ে এই রায় ঘোষণা করা হয়। বিচারক যখন রায় পড়ছিলেন, তখন আসামিরা নীল এবং হলুদ রঙের কারাগারের পোশাক পরে সামনের সারিতে বসা ছিলেন।

গত ১৯ মে সশস্ত্র একটি দল কিনশাসায় প্রেসিডেন্টের কার্যালয়ে অল্প সময়ের জন্য দখল নেয়। এ সময় যুক্তরাষ্ট্রে বসবাসকারী তাদের নেতা ও কঙ্গোর রাজনীতিবিদ ক্রিশ্চিয়ান মালাঙ্গাকে নিরাপত্তা বাহিনী হত্যা করে। নিহত মালাঙ্গার ছেলে মার্সেল মালাঙ্গা, তার বন্ধু টাইলার থম্পসন এবং ব্যবসায়িক সহযোগী বেঞ্জামিন জালমান-পলুনের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র ও সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়।

মার্সেল ও থম্পসন দুজনের বয়স বিশের কোটায়। তারা একসঙ্গে ইউটাহর একটি হাই স্কুলে ফুটবল খেলতেন। আদালতে মার্সেল জানিয়েছিলেন, তার বাবা তাকে হুমকি দিয়েছিলেন এবং অভ্যুত্থানে অংশ নিতে বাধ্য করেছিলেন। এছাড়া, এটি ছিল তার জীবনে প্রথমবারের মতো কঙ্গো সফর, যেখানে তার বাবার আমন্ত্রণে গিয়েছিলেন।

জুলাই মাসে এই বিচার কার্যক্রম শুরু হয়েছিল।