IND v BAN Virat Kohli bats for 45 minutes on India’s 1st training day in Chennai

চেন্নাই: তিনি এখন ভারতে থাকছেন না। স্ত্রী অনুষ্কা শর্মাকে (Anushka Sharma) নিয়ে লন্ডনে থাকছেন। এ নিয়ে বিরাট কোহলি (Virat Kohli) বা তাঁর স্ত্রী অনুষ্কা সরাসরি কিছু না বললেও কিছুটা নিরুপদ্রবে জীবন কাটানোর জন্যই তাঁরা লন্ডনে বাড়ি কিনেছেন বলে দুই তারকার ঘনিষ্ঠ কারও কারও মত।

সামনেই বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবে ভারত (IND vs BAN)। ১৯ সেপ্টেম্বর থেকে প্রথম টেস্ট শুরু চেন্নাইয়ে। তার আগে দেশে ফিরলেন কোহলি। আর ফিরেই নেমে পড়লেন প্র্যাক্টিসে। শুক্রবার চেন্নাইয়ে ভারতের প্রথম প্র্যাক্টিস সেশনেই নেটে ৪৫ মিনিট ব্যাটিং করলেন কিংগ কোহলি।

বাংলাদেশের বিরুদ্ধে দুই টেস্ট ম্যাচের সিরিজ খেলবে ভারত। সদ্য পাকিস্তানকে তাদের দেশের মাটিতে টেস্ট সিরিজ হারিয়ে এসেছে বাংলাদেশ। যে কারণে নাজমুল হোসেন শান্তদের হাল্কাভাবে নিচ্ছে না ভারত। লন্ডন থেকে দেশে ফিরেই তাই কঠোর অনুশীলনে নিজেকে ডুবিয়ে রাখলেন কোহলি।

ভারতীয় শিবির সূত্রে খবর, লন্ডন থেকে ভারতীয় সময় শুক্রবার ভোর ৪টের সময় সরাসরি চেন্নাইয়ে পৌঁছেছেন কোহলি। মাত্র কয়েক ঘণ্টা পরেই নেমে পরেন অনুশীলনে। হেড কোচ গৌতম গম্ভীরের তত্ত্বাবধানে চিপক স্টেডিয়ামে ব্যাটিং করেন তিনি। তাঁকে ব্যাট হাতে এতটাই সাবলীল দেখিয়েছে যে, মনেই হয়নি এত লম্বা পথ পেরিয়ে এসেছেন। বিমানযাত্রার ধকল সামলে ব্যাট হাতে ছন্দে ছিলেন কোহলি।

 

তিন বছর পর চেন্নাইয়ে কোনও টেস্ট ম্যাচ খেলবেন কোহলি। এই মাঠে ৪টি টেস্ট খেলেছেন কোহলি। ৪৪.৫ ব্যাটিং গড়ে ২৬৭ রান করেছেন। রয়েছে একটি সেঞ্চুরিও। ২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন তিনি।   

শুক্রবার ভারতীয় দলের অনুশীলনে দেখা গেল প্রধান কোচ গৌতম গম্ভীর সহ গোটা কোচিং ইউনিটকেই। গম্ভীরের সঙ্গে সহকারী কোচ অভিষেক নায়ার, ফিল্ডিং কোচ রায়ান টেন দুশখাতেরা আগে থেকেই ছিলেন। শুক্রবার অনুশীলনে যোগ দিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসার তথা বোলিং কোচ মর্নি মর্কেলও।               

আরও দেখুন