Morne Morkel JOINS TEAM INDIA AHEAD OF IND vs BAN TEST SERIES

চেন্নাই: ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ভারত বনাম বাংলাদেশের (IND vs BAN) দুই ম্যাচের টেস্ট সিরিজ়। প্রায় মাস দেড়েকের বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন ভারতীয় ক্রিকেট দলের তারকারা। সেই সিরিজ়ের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে টিম ইন্ডিয়া।

ওপার বাংলার বিরুদ্ধে সিরিজ়ের আগে গতকালই চেন্নাইয়ে পৌঁছে গিয়েছিল সিংহভাগ টিম ইন্ডিয়া তারকারা। যশপ্রীত বুমরা, ঋষভ পন্থ, কেএল রাহুলরা গতকালই চেন্নাইয়ে পৌঁছে গিয়েছিলেন। ভোররাতে লন্ডন থেকে উড়ে এসেছেন বিরাট কোহলি। যোগ দিয়েছেন দলের তারকা অধিনায়ক রোহিত শর্মাও। আজ, শুক্রবার, ১৩ সেপ্টেম্বরই অনুশীলন শুরু করে দিল ভারত। আজকের অনুশীলনে ভারতের জাতীয় জার্সি গায়ে এক নতুন মুখ কিন্তু উপস্থিত ছিলেন। তিনি কে? তিনি আর কেউ নন মর্নি মর্কেল। ভারতীয় দলের নতুন বোলিং কোচ।

শ্রীলঙ্কা সফরেই প্রধান কোচ গৌতম গম্ভীরের সহযোগী হিসাবে অভিষেক নায়ার ও রায়ান টেন দুশখাতে দলের সঙ্গে যোগ দিয়েছিলেন। সাইরাজ বাহুতুলে ছিলেন দলের বোলিং কোচ। অবশ্য বাহুতুলে ভিভিএস লক্ষ্মণের কোচিং স্টাফের অংশ। ভারতীয় বয়সভিত্তিক দল এবং জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতেই তাঁরা কাজ করে থাকেন। প্রয়োজনে অন্তর্বর্তীকালীন কোচেরও দায়িত্ব পালন করেন। সেইমতো ক্ষণস্থায়ী ভাবে দ্বীপরাষ্ট্রের সফরে দায়িত্ব নিয়েছিলেন বাহুতুলে। তবে অনেক জল্পনা-কল্পনার পর বিসিসিআই সচিব জয় শাহ মর্নি মর্কেলকে (Morne Morkel) দলের বোলিং কোচের দায়িত্ব দেওয়ার কথা ঘোষণা করেন।

 

শ্রীলঙ্কা সফরে কিছু ব্যক্তিগত কারণে দলের সঙ্গে যোগ দিতে পারেননি মর্কেল। খবর অনুযায়ী, তাঁর বাবার শরীর খারাপ ছিল। তবে তিনি অবশেষে বাংলাদেশ সিরিজ়ের আগে যোগ দিলেন। ভারতীয় জার্সিতে টিম ইন্ডিয়ার অনুশীলনে দেখা গিয়েছে মর্কেলকে। যদি মূলত গম্ভীর, রোহিত, গম্ভীরদেরই হাডেলে কথা বলতে দেখা যায়। 

প্রথম টেস্টের জন্য ঘোষিত ভারতীয় দল-

রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, সরফরাজ খান, ঋষভ পন্থ (উইকেটকিপার), ধ্রুব জুরেল (উইকেটকিপার), আর অশ্বিন, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, আকাশ দীপ, যশপ্রীত বুমরা, যশ দয়াল

      

আরও পড়ুন: ৯১ বছরে এই প্রথম, নয়ডায় গড়াল না এক বলও, বাতিল আফগানিস্তান-নিউজ়িল্যান্ড টেস্ট 

আরও দেখুন