Bowling coach Morne Morkel reveals his favourite India delicacies

নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) নতুন বোলিং কোচ নিযুক্ত হয়েছেন মর্নি মর্কেল (Morne Morkel)। বাংলাদেশের বিরুদ্ধে ২ ম্য়াচের টেস্ট সিরিজ খেলতে নামবে কিছুদিন পর ভারত। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ে শুরু হতে চলেছে প্রথম টেস্ট। সেই ম্য়াচেই ভারতীয় ক্রিকেট দলের ড্রেসিংরুমে দেখতে পাওয়া যাবে প্রোটিয়া তারকা পেসারকে। গৌতম গম্ভীরের সাপোর্ট স্টাফ হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন। আর ভারতে বেশ কয়েক সপ্তাহ টানা কাটিয়ে দিলেন। এরমধ্যেই বেশ কিছু ভারতীয় খাবারের প্রেমে পড়ে গিয়েছেন দীর্ঘকায় এই প্রোটিয়া পেসার।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মর্কেল বলেছেন, তিনি মুর্গ মোঘলাই, ধোসা চেখে দেখেছেন। তাঁর পছন্দের তালিকায় এই দুটো খাবার রয়েছে। মর্কেল বলেছেন, ”আমি ব্রেকফাস্টের সময় পুরী খাই। আমি ধোসা ও মুরগ মালাই চিকেন দুটো খাবারই বেশ ভালবাসি। একজন কোচ হিসেবে আমাকেও স্বাস্থ্য সচেতন হতে হবে। ঠিক খাবার খেতে হবে। যাতে অন্য়রাও আমাকে ফলো করতে পারে।”

এদিকে, বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে ফিরতে চলেছেন রোহিত ও বিরাট। ‘কিং কোহলি’ ভারতের গত টেস্ট সিরিজ়ে খেলেননি। দ্বিতীয় সন্তানের জন্মানোর জন্য স্ত্রী অনুষ্কা শর্মার পাশে থাকতেই পাঁচ ম্যাচের সিরিজ়ে খেলেননি তিনি। তবে অল্প সময়ের মধ্যেই পরপর টেস্ট খেলবে টিম ইন্ডিয়া। কোহলির রেকর্ড কিন্তু চিপকের ময়দানে এক কথায় দুরন্ত। টেস্ট ক্রিকেটে চিপকে চার টেস্টে মোট ছয়টি ইনিংস খেলেছেন এবং ২৬৭ রান সংগ্রহ করেছেন। কোহলি এই মাঠে একটি সেঞ্চুরি ও দুটি হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন।

অপরদিকে, রোহিত শর্মা বিশ্বজয়ের পর শুরুটা খানিকটা হতাশাজনকভাবেই করেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ় হারে রোহিতের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। তবে সেই হতাশাকে পিছনে ফেলে বাংলাদেশের বিরুদ্ধে জয়ে ফিরতে মরিয়া হবেন তিনি। টিম ইন্ডিয়ার ক্যাপ্টেনও দলের থেকে আলাদাভাবেই চেন্নাইয়ে পৌঁছন।

এদিকে, বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজেই চারশো আন্তর্জাতিক উইকেটের মাইলস্টোন ছুঁয়ে ফেলতে পারেন জসপ্রীত বুমরা। বুমরা এখনও পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের জার্সিতে সব ফর্ম্য়াট মিলিয়ে মোট ৩৯৭টি উইকেট নিয়েছেন। অর্থাৎ আর মাত্র ৩ উইকেট নিলেই আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০ উইকেটে পূর্ণ করবেন তিনি। বুমরা এখনও পর্যন্ত মোট ৩৬টি টেস্ট খেলেছেন। তার মধ্যে উইকেট নিয়েছেন ১৫৯টি। ৮৯টি ওয়ান ডে ম্য়াচ খেলে মোট ১৪৯ উইকেট নিয়েছেন। টি-টোয়েন্টি ফর্ম্য়াটে মোট ৭০টি ম্য়াচ খেলে ৮৯ উইকেট নিয়েছেন। 

 

আরও দেখুন