Junior Doctors vs Mamata: ‘এত অসম্মান কেন করছো? প্লিজ এটুকু রেসপেক্ট দাও’, ডাক্তারদের চা খাওয়ার আর্জি মমতার

‘এত অসম্মান কেন করছো? প্লিজ এটুকু রেসপেক্ট তো দেবে’- কালীঘাটের বাড়িতে দাঁড়িয়ে জুনিয়র ডাক্তারদের এমনই কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটে যে বৈঠক হওয়ার কথা আছে, তার ভিডিয়োগ্রাফি করা নিয়ে যে জট হয়েছে, তার জেরে নির্ধারিত সময়ের ৯০ মিনিট পরেও আলোচনা শুরু না হওয়ার পরে বাড়ি থেকে বেরিয়ে আসেন মুখ্যমন্ত্রী। জুনিয়র ডাক্তারদের বোঝানোর চেষ্টা করেন। কিন্তু দু’পক্ষই নিজেদের দাবিতে অনড় থাকেন। শেষপর্যন্ত মুখ্যমন্ত্রী প্রশ্ন করেন, যখনই বৈঠক করবেন না, তখন কেন তাঁকে অসম্মান করা হল? সেইসঙ্গে জুনিয়র ডাক্তারদের আর্জি জানিয়ে তিনি বলেন যে তাঁরা যদি বৈঠক না করেন, তাহলে যেন নিদেনপক্ষে বাড়িতে ঢুকে চা খেয়ে যান। যদিও তাতে রাজি হননি।

শনিবার রাত ৮ টা ৩০ মিনিট নাগাদ কালীঘাটে নিজের বাড়ির সামনে জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, ‘ভিডিয়োটা আমরা আজ দিতে পারব না। আমরা মিনিটস করে দেব। ভাই, তোমরা ঠিক করো। তোমরা যদি কেউ আসতে চাও, আমি সবাইকে বলব, যারা যারা আসতে চাও, তারা দয়া করে আসো।’

সেইসঙ্গে তিনি বলেন, ‘তোমরা যদি বাড়িতে এসে মিটিংই না করো, তাহলে আমায় চিঠি দিলে কেন? এত অসম্মান কেন করছো? অনেক অসম্মান করছো তোমরা। আগেও তিনদিন দু’ঘণ্টা করে অপেক্ষা করছি। আমি যে কারণে নিজে ছুটে গিয়েছিলাম। প্লিজ এটুকু রেসপেক্ট তো দেবে।’

(বিস্তারিত পরে আসছে)