Surface to Air Missile: মাটি থেকে আকাশে গেল মিসাইল, আঘাত হানল নিশানায়, পরীক্ষায় সফল হল ভারত

ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ও ইন্ডিয়ান নেভি বৃহস্পতিবার ওড়িষার উপকূলে চাঁদিপুর থেকে কম পাল্লার মাটি থেকে আকাশে মিসাইল উৎক্ষেপনের পরীক্ষায় সফল হয়েছে। চাঁদিপুরের নির্দিষ্ট জায়গায় দুপুর ৩টের সময় এই সফল উৎক্ষেপণ হয়েছে। উল্লম্বভাবে এই পরীক্ষা করা হয়েছে। আকাশে একটি হাইস্পিড নিশানায় আঘাত হানে এই মিসাইল। 

এই মিসাইল সিস্টেম একেবারে সফলভাবে নির্দিষ্ট জায়গায় ওই টার্গেটকে খুঁজে বের করে এরপর আঘাত হানে। আইটিআর চাঁদিপুরে টেলিমেট্রি ব্যবস্থা ছিল। তার মাধ্যমে গোটা এই পরীক্ষার উপর নজর রাখা হয়েছিল। 

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ডিআরডিওর গোটা টিমের প্রশংসা করেছেন। ইন্ডিয়ান নেভিরও প্রশংসা করেছেন তিনি। তিনি জানিয়েছে, এই পরীক্ষা VL-SRSAM এর কার্যকারিতাকে আবার প্রমাণ করেছে। 

ডিআরডিও চেয়ারম্যান ডাঃ সমীর ভি কামাত গোটা টিমকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি জানিয়েছেন, এই সিস্টেম ইন্ডিয়ান নেভিকে আরও শক্তিশালী করবে। 

এই মহড়ার আগে লঞ্চ প্যাডের ২.৫ কিমি বৃত্তের মধ্য়ে ৩১০০ মানুষকে নির্দিষ্ট নিরাপদ জায়গায় সরিয়ে দেওয়া হয়েছিল। বালাসোরের এক জেলা আধিকারিক একথা জানিয়েছেন। 

জেলা প্রশাসন জানিয়েছে যাদের সাময়িকভাবে সরানো হয়েছিল তাঁদের শুক্রবার আবার আগের জায়গায় ফেরৎ পাঠানো হবে। আধিকারিকরা জানিয়েছেন, ভোর ৫টা থেকে তাঁদের সরানো হয়েছিল। এরপর তাঁদের ফের গ্রামে ফেরার জন্য বলা হয়েছিল।