সামাজিক নিরাপত্তা কর্মসূচি নিয়ে উপদেষ্টা কমিটি গঠিত

সামাজিক নিরাপত্তা কর্মসূচি সংক্রান্ত উপদেষ্টা কমিটি গঠন করেছে সরকার। সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে রবিবার এ-সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। এর আগে গত ১০ সেপ্টেম্বর এ কমিটি গঠনের প্রজ্ঞাপন জারি করা হয়।

অর্থ উপদেষ্টাকে সভাপতি করে গঠিত সামাজিক নিরাপত্তা কর্মসূচি-সংক্রান্ত উপদেষ্টা কমিটির অন্য সদস্যরা হচ্ছেন খাদ্য উপদেষ্টা, প্রধান উপদেষ্টা মনোনীত একজন উপদেষ্টা, স্থানীয় সরকার উপদেষ্টা, যুব ও ক্রীড়া উপদেষ্টা, মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা, সমাজকল্যাণ ‍উপদেষ্টা এবং মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা।

এ ছাড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সচিবরা এ কমিটির সহায়তাকারী কর্মকর্তা হিসেবে কাজ করবেন।

কমিটি বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা, অসচ্ছল প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি কার্যক্রম, হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কার্যক্রম, বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কার্যক্রম, ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগীদের আর্থিক সহায়তা কার্যক্রম, চা-শ্রমিকদের জীবনমান উন্নয়ন কার্যক্রম, মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা প্রদান এবং দরিদ্র মায়ের জন্য মাতৃত্বকালীন ভাতা বিতরণ কর্মসূচির বাজেট নির্ধারণ করবে।

প্রতি বছরের মার্চ মাসে কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হবে।