Controversy over Modi in CJI’s Ganesh Puja: ‘ইফতার মনে আছে?’ CJI-র গণেশপুজোয় মোদীর আমন্ত্রণ বিতর্কে বিরোধীদের জবাব BJP-র

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের সরকারি বাসভবনে গণেশপুজোর আয়োজন করা হয়েছিল। সেই পুজোতে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খোদ। আর সেই নিয়েই দিল্লির রাজনৈতিক মহলে তুঙ্গে চর্চা। প্রধান বিচারপতির বাড়িতে আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী অংশ নেওয়ায় কংগ্রেস তোপ দেগেছে বিজেপিকে। আর তার জবাবে এবার ২০০৯ সালের ইফতার পার্টির কথা মনে করাল গেরুয়া শিবির। সেই ইফতার পার্টিতে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং আমন্ত্রণ জানিয়েছিলেন সেই সময়ের প্রধান বিচারপতি কেজি বালকৃষ্ণন। সেই উদাহরণ সামনে তুলে ধরেই এবার গণেশপুজো বিতর্কের আগুনে জল ঢালতে চাইছে পদ্ম শিবির। (আরও পড়ুন: আরজি কর আন্দোলনের মাঝে CJI-কে নিয়ে ভাইরাল ভুয়ো পোস্ট, এবার মুখ খুলল শাহের পুলিশ)

আরও পড়ুন: একই পোশাকে ১ মাসের ওপরে কাটাল সঞ্জয়, গায়ের দুর্গন্ধে নাজেহাল তদন্তকারীরা

আরও পড়ুন: প্রথম স্ত্রীর মৃত্যুর একবছর পর বিয়ে কল্পনা দাসকে, CJI-এর অর্ধাঙ্গিনী বাঙালিই নন!

এই নিয়ে বিজেপি মুখপাত্র সেহজাদ পুনাওয়ালা একটি ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যায়, মনমোহন সিং এবং বালকৃষ্ণন হাসাহাসি করছেন কিছু একটা বিষয়ে। পুনাওয়ালা বলেন, ‘সেই সময় বিরোধীদের মনে হত যে বিচার ব্যবস্থা নিরাপদ আছে। কিন্তু আজ যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মদী প্রধান বিচারপতির বাসভবনে গণেশপুজোয় যোগ দিতে গিয়েছেন, তখন মে হচ্ছে বিচারব্যবস্থা নিরপেক্ষ নয়!’ এদিকে এই নিয়ে সরব হয়েছেন বিজেপি সাংসদ সম্বিত পাত্র। তিনি এই নিয়ে অভিযোগ করেন, বিরোধীরা এই নিয়ে অকারণ রাজনীতি করছে। তাঁর কথায়, ‘গণতন্ত্রের বিভিন্ন স্তম্ভের কি একত্রিত হওয়া উচিত নয়? তাদের কি শত্রু হওয়া উচিত? তাদের কি একে অপরের প্রতি কোনও সৌজন্য থাকা উচিত নয়? এটাই গণতন্ত্রের সৌন্দর্য। ডিউটি ​​চলাকালীন এবং অফ ডিউটিতে বিভিন্ন আচরণ দেখানো যেতে পারে।’ (আরও পড়ুন: থ্রেট কালচারে যুক্ত থাকার অভিযোগে শাস্তি পাওয়া চিকিৎসক পেলেন ‘পুরস্কার’!)

আরও পড়ুন: ‘আদানি যোগ’ থাকা ২৬০০ কোটি বাজেয়াপ্ত সুইস ব্যাঙ্ক থেকে? বিস্ফোরক হিন্ডেনবার্গ

আরও পড়ুন: বাংলাদেশ প্রেস ক্লাবে পালিত জিন্নার মৃত্যুজয়ন্তী, ভারতকে বলা হল বিষধর সাপ

এদিকে সম্বিত পাত্র রাহুল গান্ধীকেও তোপ দাগেন। তাঁর সাম্প্রতিক মার্কিন সফরের একটি ছবি পোস্ট করেন সম্বিত। সেখানে রাহুলকে মার্কিন কংগ্রেস সদস্য ইলহান ওমরের সঙ্গে দেখা গিয়েছে। এই নিয়ে সম্বিত লেখেন, ‘প্রধান বিচারপতির সাথে যদি প্রধানমন্ত্রী দেখা করেন, তাহলে আপনাদের আপত্তি আছে কিন্তু রাহুল গান্ধী যখন চিনা প্রিমিয়ারের সঙ্গে দেখা করে মউ স্বাক্ষর করেন বা ইলহান ওমরের সাথে দেখা করেন, তখন কোন আপত্তি নেই… গণেশ পূজা নিয়ে তাদের সমস্যা আছে। কিন্তু প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং কি তৎকালীন প্রধান বিচারপতির সঙ্গে ইফতার পার্টিতে যোগ দেননি? সেটাও একটা উৎসব আর এই গণপতি পুজোও তো একটা উৎসব। তাহলে এই ভেদাভেদ কেন?’ 

উল্লেখ্য, এর আগে উদ্ধবপন্থী শিবসেনা নেতা সঞ্জয় রাউত, প্রিয়ঙ্কা চতুর্বেদীরা অভিযোগ করেছেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কারণেই হয়ত প্রধানমন্ত্রী গণেশপুজোয় অংশ নিয়েছেন। উল্লেখ্য, মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন আসন্ন। এবং সেই রাজ্যেই গণেশপুজো সবথেরে বেশি ধুমধাম করে পালিত করা হয়। এদিকে প্রধান বিচারপতির বাড়িতে মোদীমারাঠি টুপি পরে গিয়েছিলেন পুজোয় অংশ নিতে। এদিকে এই ইস্যুতে কংগ্রেসের অভিযোগ ছিল, এতে প্রধান বিচারপতির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। এদিকে ইফতার পার্টি তুলনা টানায় বিজেপিকে পালটা জবাব দিয়ে কংগ্রেস বলেছে, ইফতার পার্টির মতো জনবহুল অনুষ্ঠানে দেখা করা, আর কারও বাড়িতে গিয়ে ব্যক্তিগত পরিসরে দেখা করাটা এক নয়।