Junior Doctors’ warning to Mamata: ‘কালীঘাটে ডেকে মাথায় হাত ভুলিয়ে, ভয় দেখিয়ে আন্দোলন তোলা যাবে না, উনি ভেবেছিলেন…’

মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে কালীঘাটের বৈঠকে যোগ দিতে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। যদিও মুখ্যমন্ত্রীর বাসভবনের উদ্দেশে রওনা দেওয়ার জন্য বাসে ওঠার আগে তাঁরা অভিযোগ করেন যে ইচ্ছাকৃতভাবে কালীঘাটে বৈঠক করা হচ্ছে। মমতা হয়ত ভেবেছিলেন যে জুনিয়র ডাক্তাররা বৈঠকে যোগ দেবেন না। কিন্তু তাঁরা বৈঠকে যোগ দেবেন। আর নিজেদের পাঁচ দফা দাবি পেশ করবেন বলে ‘প্রতিশ্রুতি’ দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। সেইসঙ্গে তাঁরা হুংকার দিয়েছেন যে ‘কালীঘাটে ডেকে মাথায় হাত ভুলিয়ে, ভয় দেখিয়ে আন্দোলন তোলা যাবে না।’ তারইমধ্যে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে প্রস্তুতি শুরু হয়েছে। তৎপরতা শুরু হয়েছে পুলিশ-প্রশাসনের।

‘অদ্ভূত ব্যাপার হল যে (কালীঘাটে) বৈঠক ডাকা হল’

শনিবার বিকেলের মুখ্যসচিব মনোজ পন্তের ইমেলের পরে জুনিয়র ডাক্তাররা বলেন, ‘অদ্ভূত ব্যাপার হল যে (কালীঘাটে) বৈঠক ডাকা হল। আমরা ভেবেছিলাম যে কোনও প্রশাসনিক জায়গায় বৈঠকে ডাকা হবে। সেটা স্বাস্থ্যভবন হতে পারে, সেটা নবান্ন হতে পারে। কিন্তু আমরা দেখলাম যে আমাদের ডাকা হল কালীঘাটে – মাননীয়া মুখ্যমন্ত্রীর বাড়িতে।’

আরও পড়ুন: Emotional Mamata to Junior Doctors: ‘কাল সারারাত বৃষ্টিতে আপনারা কষ্ট পেয়েছেন, আমিও ঘুমোতে পারিনি, আমারও কষ্ট হয়েছে’

সেইসঙ্গে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের অন্যতম ‘মুখ’ বলেন, ‘আমরা এটাও বলতে চাই, এই যে উনি ওঁনার (মুখ্যমন্ত্রী) বাড়িতে ডেকেছেন, উনি ভেবেছিলেন যে আমরা হয়ত যাব না। আমরা ওঁনার কালীঘাটের বাড়িতে গিয়েই পাঁচ দফা দাবি কানে শুনিয়ে আসতে চাই (অর্থাৎ মুখ্যমন্ত্রীকে জানিয়ে আসতে চান)।’

বৈঠকের লাইভস্ট্রিমিং কী হবে?

সেই বিষয়ে নির্দিষ্টভাবে কিছু জানাননি জুনিয়র ডাক্তাররা। তাঁদের দাবি, স্বচ্ছভাবে বৈঠক যাতে হয়, সেটা নিশ্চিত করার দায়িত্ব মুখ্যমন্ত্রীরই। স্বচ্ছভাবে বৈঠক করতে হবে বলে দাবি তোলেন জুনিয়র ডাক্তাররা। 

আরও পড়ুন: Controversial slogan amid protest: ‘কালীঘাটের ডা*নি তদন্ত করতে দেয়নি’, ‘সল্টলেকের দেওয়ালের লিখনে’ ক্ষুব্ধ তৃণমূল!

যে ইমেলের প্রেক্ষিতে মুখ্যসচিব জুনিয়র ডাক্তারদের বৈঠকে ডাকেন, সেটার আগে মুখ্যমন্ত্রীকে বার্তা পাঠিয়েছিলেন তাঁরা। তারপর এক আন্দোলনকারী জুনিয়র ডাক্তার বলেছিলেন, ‘আমাদের কাছে স্বচ্ছতার মানে হল যে সকলে স্বচ্ছভাবে এই বিষয়ে পুরোটা জানতে পারবেন।’ সেইসঙ্গে তিনি জানিয়েছেন, ইমেলের উত্তর পেলে পুরো বিষয়টি বিস্তারিতভাবে জানানো হবে।

কালীঘাটে যাচ্ছেন ৩০ জনই, দাবি জুনিয়র ডাক্তারদের

মুখ্যমন্ত্রী কালীঘাটে যে বৈঠক ডেকেছেন, তাতে জুনিয়র ডাক্তারদের ১৫ জন প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে। যদিও বাসে ওঠার আগে জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন যে নবান্নে যতজন যাচ্ছিলেন, আজও ততজনই যাবেন। নবান্নে বৈঠকের সময়ও তাঁরা দাবি তুলেছিলেন যে ৩০ জনের প্রতিনিধিদলকে নিয়ে মমতাকে বৈঠক করতে হবে।

আরও পড়ুন: Mamata’s message to Junior Doctors: ‘আমি মুখ্যমন্ত্রী নই, দিদি….’, ‘লাস্ট চেষ্টায়’ জুনিয়র ডাক্তারদের কী কী বললেন মমতা?