Ravichandran Ashwin Names Most Valuable Player In Indian Team Right Now

চেন্নাই: ভারতীয় ক্রিকেট দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটারের নাম কী? অনেকেই বলবেন বিরাট কোহলি। অনেকেই বলবেন রোহিত শর্মা। কিন্তু ভারতীয় ক্রিকেটের দীর্ঘদিনের সদস্য দলের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন তেমনটা মনে করেন না। ডানহাতি অফস্পিনার কিন্তু অন্য একজনের নাম নিলেন। কেনই বা তাঁর নাম নিলেন সেই ব্যাখাও দিয়েছেন তামিল স্পিনার।

সীমিত ওভারের ফর্ম্যাটে অশ্বিন আর জাতীয় দলের অটোমেটিক চয়েস নন। কিন্তু টেস্টে এখনও তিনি অপরিহার্য অঙ্গ। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে সম্প্রতি এক পডকাস্ট চ্যানেলে সাক্ষাৎকারে অশ্বিন বলেন, ভারতীয় ক্রিকেট দলের এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটারের নাম জসপ্রীত বুমরা। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজেই দীর্ঘদিন পরে ফের জাতীয় দলের জার্সিতে দেখা যাবে বুমরাকেও।

পডকাস্টে সাক্ষাৎকারে এসে অশ্বিন বলেন, ”ভারত এমনই একটা দেশ যেখানে সবসময় ব্যাটাররাই ক্রিকেটে আধিপত্য দেখিয়ে এসেছে। এখনও তা বদলায়নি সেই অর্থে। তবে আমি খুব খুশি যে আমরা জসপ্রীত বুমরাকে নিয়ে মাতামাতি করি। ওঁকেও সমান সম্মান দেওয়া হচ্ছে।” বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে ভারতীয় দল অনেক দিন আগেই চেন্নাইয়ে পৌঁছে অনুশীলন শুরু করে দিয়েছে। বুমরাকে নিয়ে সেখানে মাতামাতি চোখে পড়ার মত। অশ্বিন বলছেন, ”আমরা চেন্নাইয়ের মানুষ বোলারদের গুরুত্ব দিই। ও একজন চ্যাম্পিয়ন বোলার। আমি জানি না কি বলা উচিত। তবে এটুকু বলব এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটারের নাম জসপ্রীত বুমরা।”

টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষবার ভারতীয় দলের জার্সিতে দেখা গিয়েছিল বুমরাকে। গত বছর আগস্টে পিঠের চোট সারিয়ে ফেরার পর থেকেই দুর্দান্ত ফর্মে আছেন। ২০২৩ ওয়ান ডে বিশ্বকাপেও দুর্দান্ত বোলিং করেছেন। ২০ উইকেট নিয়েছিলেন। এই বছর ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ১৯ উইকেট নিয়েছিলেন। গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও ৮ ম্য়াচে ১৫ উইকেট নিয়েছিলেন। তাঁকেই প্লেয়ার অফ দ্য সিরিজ অ্য়াওয়ার্ডও দেওয়া হয়েছিল।

আরও দেখুন