Incognito Mode চালু করল Swiggy! কোন কাজে লাগবে এই ফিচার

প্রেমপর্বে সুইগি ধামাকা। স্ত্রী বা প্রেমিকা হোক, কিংবা স্বামী বা প্রেমিক, সারপ্রাইজ দিয়ে খাবার পাঠানোর জন্যই সুইগি-ই এখন নাম্বার ওয়ান। অ্যাপটি এমন একটা ফিচার লঞ্চ করেছে, যার দরুণ বড়সড় ধাক্কা খেতে পারে সুইগির প্রতিযোগীরা। 

ফুড ডেলিভারি অ্যাপ সুইগির চাহিদা এমনিতেও এখন অনেক বেশি। অফিস হোক বা বাড়ি, মানুষ এখন সুইগি থেকেই খাবার বা মুদি দোকানের নানান জিনিস অর্ডার করতে পছন্দ করেন। আর এমনই লাভের পরিস্থিতিতে, অন-ডিমান্ড কনভেনিয়েন্স প্ল্যাটফর্ম সুইগি, তার ব্যবহারকারীদের জন্য একটি নতুন পরিষেবা শুরু করেছে। আসলে, সুইগি এখন ‘ইনকগনিটো মোড’ চালু করেছে। অনেক ব্যবহারকারীই যদিও ফুড ডেলিভারি প্ল্যাটফর্মের এই বৈশিষ্ট্য সম্পর্কে খুবই বিভ্রান্ত হয়ে পড়েছেন।

আরও পড়ুন: (Air Taxi: ২০২৬ সাল নাগাদ এয়ার ট্যাক্সি ওড়াবে DGCA, এই শহরে প্রথম চালু হবে)

সুইগি ‘ইনকগনিটো মোড’ কীভাবে কাজ করে

সুইগি বলেছে যে যারা নিজেদের অর্ডার দেওয়া খাবার গোপন রাখতে পছন্দ করেন, তাঁদের জন্য এই বৈশিষ্ট্যটি খুবই উপকারি। এই ফিচার ব্যবহার করে গ্রাহকেরা সহজেই খাবার অর্ডার করতে পারবেন। এমনকি সুইগি অ্যাপ হিস্টরি-তেও এই গোপন অর্ডারের তথ্য পাওয়া যাবে না। আসলে, এই ফিচার বা বৈশিষ্ট্যটি ব্যক্তিগতভাবে অর্ডার দেওয়ার সুবিধা দেয়। অর্থাৎ, এই ফিচারটি সেই গ্রাহকদের জন্য খুবই উপকারি, যাঁরা সারপ্রাইজ অর্ডার করতে চান।

এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে, সুইগির ফুড মার্কেটপ্লেসের সিইও রোহিত কাপুর বলেছেন যে অনেকেই নিজেদের জীবনকে ব্যক্তিগত রাখতে পছন্দ করেন। এমন পরিস্থিতিতে, সুইগির এই ফিচার সেই ব্যবহারকারীকে, নিজের অর্ডার ব্যক্তিগত বা প্রাইভেট রাখতে দেয়। অন্য কোনও ব্যবহারকারী তাঁর অর্ডার করা খাবার সম্পর্কে কোনও তথ্য পাবেন না।

আরও পড়ুন: (প্রতি কিমিতে খরচ মাত্র ২ টাকা, প্রকাশ্যে এল Maruti Suzuki Swift CNG)

সুইগি-র ইনকগনিটো মোড ব্যবহার করতে, গ্রাহককে প্রথমে অনুমতি দিতে হবে। এর পরে তাঁর কাছে একটি নিশ্চিতকরণ বার্তা দেখানো হবে। এই ফিচারের মাধ্যমে একটি অর্ডার দেওয়ার পর, তিন ঘণ্টার জন্য এটি ট্র্যাক করা যাবে। তিন ঘণ্টা পরে খাবার অর্ডারের সমস্ত তথ্য অটোমেটিকভাবে লুকোনো হবে।

সুইগি-র এই ফিচার কীভাবে ব্যবহার করা যাবে

নতুন ফিচারটি সুইগি ফুড এবং ইন্সটামার্ট-এ পাওয়া যাবে। এই ফিচারের মাধ্যমে, ব্যবহারকারীরা এখন সহজেই হেলথ বিভাগের গোপন পণ্যগুলো কিনতে পারবেন। যদিও, সংস্থাটি জানিয়েছে যে এই ফিচার এখনও প্রত্যেক ব্যবহারকারীর জন্য উপলব্ধ নয়। মাত্র ১০ শতাংশ ব্যবহারকারী এটি ব্যবহার করতে পারেন। তবে, শীঘ্রই পরে এই ফিচার প্রত্যেকের জন্য উপলব্ধ করা হবে।