kl Rahul three word comment on joining rcb for ipl 2025 goes viral watch video

চেন্নাই: গত আইপিএলের (IPL) কথা। লখনউ সুপার জায়ান্টস (LSG) ম্যাচ হারার পর একটি দৃশ্য নিয়ে তুলকালাম পড়ে যায়। সেখানে লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক কে এল রাহুলের সঙ্গে উত্তেজিত কথাবার্তা বলতে দেখা যায় দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কাকে। যা নিয়ে সমালোচনার ঝড় ওঠে। মাঠে সকলের সামনে কেন একজন ক্রিকেটারের সঙ্গে এমন উত্তেজিতভাবে কথা বলেছেন, তা নিয়ে গোয়েঙ্কাকে কাঠগড়ায় তোলা হয়। প্রাক্তন ক্রিকেটারদের অনেকেও বলেন, মিস্টার সঞ্জীব গোয়েঙ্কা, ভুলে যাবেন না রাহুল ভারতীয় দলের ক্রিকেটার।

তারপর থেকেই রাহুলের (KL Rahul) লখনউ সুপার জায়ান্টস ছাড়া নিয়ে প্রচুর জল্পনা। এবার সেই জল্পনা নিজেই উস্কে দিলেন রাহুল। সে যতই গোয়েঙ্কা সম্প্রতি বলে থাকুন না কেন যে, রাহুল তাঁদের পরিবারের সদস্য। আসন্ন নিলামের আগে তাঁকে আদৌ ধরে রাখা হবে কি না, তা নিয়েই ধন্দ রয়েছে।

গুঞ্জন চলছে যে, রাহুল আইপিএলে তাঁর পুরনো দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে ফিরতে পারেন। রাহুল ও আরসিবি-র সম্পর্ক বেশ ভাল। আইপিএলে টানা চার বছর, ২০১৩ সাল থেকে ২০১৬ পর্যন্ত আরসিবি পরিবারের সদস্য ছিলেন রাহুল।

সম্প্রতি আরসিবি-র এক সমর্থকের সঙ্গে রাহুলের কথোপকথনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে রাহুল সাফ জানিয়েছেন, তাঁর আরসিবি-তে ফেরা নিয়ে জল্পনার কথা তিনি জানেন। আপনি কি আরসিবি-র হয়ে খেলবেন আবার? ভক্তের প্রশ্নে রাহুলের জবাব, ‘সেরকম আশা রাখি তো।’ তারপর থেকেই লাফিয়ে বেড়েছে জল্পনা। 

 

আরও দেখুন