Mamata- Junior Doctor Meeting: জুনিয়র ডাক্তারদের আন্দোলনে পিছু হঠল সরকার, কিছু দাবি মানলেন মমতা, কর্মবিরতি কি উঠবে?

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জুনিয়র ডাক্তারদের মিটিং শেষ। বেশ কিছু জায়গায় দাবি মানা হয়েছে। কিছু দাবি মানা হয়নি। তবে কর্মবিরতি চলবে বলেই ইঙ্গিত দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। 

জুনিয়র ডাক্তাররা ৪২জন সই করেছেন কার্যবিবরণীতে। মুখ্য়সচিব মনোজ পন্থ এই কার্যবিবরণীতে সই করেছেন। 

জুনিয়র ডাক্তাররা মিটিং শেষ করে বেরিয়ে বলেন, কিছু দাবি মানা হয়েছে। কিছু মানা হয়নি। তবে কর্মবিরতি এখনই যে উঠছে না সেটা কার্যত ইঙ্গিত দেওয়া হয়েছে। 

তবে সিপির পদত্যাগ মেনে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। পুলিশের কিছু রদবদল হবে। জানিয়েছেন মমতা। বিনীত যেখানে কাজ করতে চেয়েছে সেখানেই দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মমতা। 

ডিএমই, ডিএইচএস থেকে সরানোর সিদ্ধান্ত মেনে নিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা জানিয়েছেন ছাত্রছাত্রীরা বলছেন আস্থা নেই, চিকিৎসকদের ক্ষোভ রয়েছে তাদের সরানোর উদ্যোগ নেওয়া হয়েছে।   

রাত ১১টা ৫ মিনিট নাগাদ মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে বৈঠক শেষ করে বেরিয়ে আসেন জুনিয়র চিকিৎসকরা। 

তবে এদিন মিটিং শেষ করার পরে দেখা যায় জুনিয়র ডাক্তারদের মুখে হাসিও নেই। আবার জুনিয়র ডাক্তারদের মুখে সেই আগের স্লোগান উই ডিমান্ড জাস্টিসও নেই। এখানেই প্রশ্ন তবে কি কর্মবিরতি তুলে নেবেন জুনিয়র ডাক্তাররা? 

এনিয়ে মমতা বলেন, কর্মবিরতি তোলার জন্য বলেছি। 

মুখ্যমন্ত্রী ৫ দফা দাবি নিয়ে নির্দিষ্ট কিছু বক্তব্য রেখেছেন। ডিএমই, ডিএইচএস, সিপিকে সরানোর কথা বলেছেন। প্রিন্সিপাল সেক্রেটারিকে সরানোর ফলপ্রসূ কিছু পায়নি। টাস্ক ফোর্স গঠনের কথা বলেন। আমাদের আন্দোলন কর্মবিরতি সম্পর্কে নির্দিষ্ট সিদ্ধান্ত নেব। বলেন জুনিয়র ডাক্তাররা।