Sachin Tendulkar: 'সচিনকে প্রথমবার অখুশি দেখেছিলাম সেদিন', কী ফাঁস করলেন প্রাক্তন ভারতীয় ওপেনার

<p style="text-align: justify;"><strong>নয়াদিল্লি:</strong> সালটা ২০০৪। ভারত বনাম পাকিস্তান মুলতান টেস্ট। সেই ম্য়াচের একটি ঘটনা আজও সবার মনে টাটকা। ১৯৪ রানে অপরাজিত থেকে ব্যাটিং করছিলেন সচিন তেন্ডুলকর। সেই ম্য়াচে চোটের জন্য খেলতে পারেননি তৎকালিন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর বদলে অধিনায়ক ছিলেন রাহুল দ্রাবিড়। সেদিন সচিন যখন ১৯৪ রানে অপরাজিত ছিলেন সচিন। তখনই দ্রাবিড় ইনিংস ডিক্লেয়ার করে দিয়েছিলেন। সেই সিদ্ধান্ত নিয়ে অনেকেই চমকে গিয়েছিলেন সেদিন। কেন দ্বিতশতরানের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা সচিনকে আর ব্যাট করার সুযোগ দিলেন না দ্রাবিড়, তা নিয়েও প্রশ্ন উঠেছে।</p>