‘মাজারে হামলা চালিয়ে একটি শ্রেণি জঙ্গিবাদ উসকে দিচ্ছে’

বিভিন্ন মাজারে হামলা চালিয়ে এক শ্রেণির মানুষ দেশে ও দেশের বাইরে জঙ্গিবাদ উসকে দিচ্ছে বলে মন্তব্য করেছেন ‘আশেকানে গাউছিয়া রহমানিয়া মইনিয়া সহীদিয়া মাইজভান্ডারীয়া’-এর প্রধান পৃষ্ঠপোষক সৈয়দ সহিদ উদ্দিন আহমদ মাইজভান্ডারী। তিনি বলেন, ‘জঙ্গিবাদ দিয়ে ইসলাম কায়েম হয়নি। ইসলাম কায়েম হয়েছে ভালোবাসার মাধ্যমে, প্রেমের মাধ্যমে, ভ্রাতৃত্ববন্ধনের মাধ্যমে। এটি নবীর আদর্শ, নবীর সাহাবাদের আদর্শ। আমরা যেন প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.) এবং তার সাহাবাদের আদর্শ থেকে বিচ্যুত না হই।’

সোমবার (১৬ সেপ্টেম্বর) পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে রাজধানীর গেন্ডারিয়ায় মেয়র সাঈদ খোকন কমিউনিটি সেন্টারে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আশেকানে গাউছিয়া রহমানিয়া মইনিয়া সহীদিয়া মাইজভান্ডারীয়া এ আয়োজন করে।

সৈয়দ সহিদ উদ্দিন আহমদ মাইজভান্ডারী বলেন, ‘বিভিন্ন মাজারে যদি পাগল-ফকির থাকেন। সমাজের এই বঞ্চিত ও অবহেলিত মানুষদের চিকিৎসার মাধ্যমে সুস্থ জীবনে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে সবার প্রতি আহ্বান জানাচ্ছি। যারা মাজার ভাঙচুর করছেন, আল্লাহ যেন তাদের হেদায়েত দেন।’

তিনি বলেন, ‘এক শ্রেণির মানুষ মাজারে হামলা করছে, নৈরাজ্য সৃষ্টি করছে, বহির্বিশ্ব এবং দেশের মধ্যে তারা জঙ্গিবাদকে আশ্রয়-প্রশ্রয় দেওয়ার জন্য উসকানি দিচ্ছে। আপনাদের যদি মাজারে আপত্তি থাকে আল্লাহর নবী যেভাবে ইসলামের দাওয়াত দিয়েছেন, আল্লাহর ওলীরা যেভাবে বিভিন্ন সম্প্রদায়ের কাছে হেদায়েতের বাণী নিয়ে গেছেন, সেভাবে ধর্মের দাওয়াত দেন কিন্তু হিংসা-হানাহানি নয়।’

সেমিনার ও আলোচনার পর সৈয়দ সহিদ উদ্দিন আহমদ মাইজভান্ডারীর নেতৃত্বে জশনে জুলুস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে হাক্কানী ওলামায়ে কেরাম, রাজনীতিবিদ, আশেকান ও ভক্তরা উপস্থিত ছিলেন।