খালেদা জিয়া আবারও দেশের প্রধানমন্ত্রী হবেন: মেজর হাফিজ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহামেদ বলেছেন, ‘সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে আবারও গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। আমাদের নেত্রী খালেদা জিয়া আবারও দেশের প্রধানমন্ত্রী হবেন। তিনি বিএনপি নেতাকর্মীদের ধীর ও অবিচলভাবে অপেক্ষা করতে বললেন। তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমান নির্দেশ দিয়েছেন সবাইকে শৃঙ্খলাবদ্ধ থাকার জন্য।’

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকালে রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে বিভাগীয় সমাবেশ ও গণমিছিলের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হাফিজ বলেন, ‘আমাদের যুদ্ধ এখনও শেষ হয়নি। আমরা অর্ধেক পথ অতিক্রম করেছি। এই বিপ্লব সফল হবে, যে দিন জনগণ একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধিদের নির্বাচিত করতে পারবে। যে জন্য আমরা ১৭ বছর যুদ্ধ করেছি।’

তিনি বলেন, ‘আমরা দুঃখের সঙ্গে লক্ষ্য করছি, বাংলাদেশে এক শ্রেণির তথাকথিত বুদ্ধিজীবী আছেন, যাদের গণতন্ত্র ভালো লাগে না। গরিব মানুষের শাসন ভালো লাগে না। সাধারণ মানুষ ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবে- এটা তাদের ভালো লাগে না। কারণ তারা নিজেরা কোনোদিন ভোট দেয়নি। নির্বাচনে অংশগ্রহণ করাতো তো দূরের কথা গণতন্ত্রের মূল বক্তব্য সম্পর্কে তাদের অনেক ঘাটতি আছে। আমরা আশা করি ড. ইউনূসের নেতৃত্বে বর্তমান সরকার নির্বাচন সম্পর্কিত সংস্কার সাধন করে দ্রুত সংসদ নির্বাচন দেবেন।’

গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে, প্রয়োজন হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে একটি ভালো নির্বাচন কমিশন গঠন করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান মেজর হাফিজ।

রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন- রংপুর বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আনিসুর রহমান লাকু প্রমুখ।