R Ashwin Celebrates his birthday in Indian dressing room in Rohit Sharma presence as Bangladesh series edges closer

চেন্নাই: আর দিন দু’য়েকের অপেক্ষা। প্রায় দেড় মাস পরে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে ভারতীয় পুরুষ ক্রিকেট দল (Indian Cricket Team)। প্রতিপক্ষ বাংলাদেশ (IND vs BAN)। ১৯ সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ে সেই দুই ম্যাচের টেস্ট সিরিজ় আয়োজিত শুরু হবে। তার জন্য জোরকদমে চলছে প্রস্তুতি। সেই অনুশীলনের ফাঁকেই চলল সেলিব্রেশন।

আজ মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ৩৯-এ পা দিলেন ভারতের তারকা স্পিনার আর অশ্বিন (Ravichandran Ashwin)। দীর্ঘদিন ধরেই ভারতীয় টেস্ট দলের হয়ে একের পর এক ম্যাচ জিতিয়েছেন অশ্বিন। বিশেষত ভারতীয় উপমহাদেশে টিম ইন্ডিয়ার হয়ে লাল বলের ক্রিকেটে তাঁর থেকে বড় ম্যাচ উইনার খুঁজে পাওয়া কঠিন। সেই অশ্বিনের জন্মদিন বলে কথা। টেস্ট সিরিজ় শুরুর আগে অনুশীলন ফাঁকি মারা যাবে না। তবে অনুশীলনের মাঝেই ভারতীয় সাজঘরে চলল অশ্বিনের জন্মদিন উদযাপন। অধিনায়ক রোহিত শর্মা, বোলিং কোচ মর্নি মর্কেলদের উপস্থিতিতেই কেক কাটলেন অশ্বিন।

 

প্রসঙ্গত, ৩৯-এ পা দিলেও অশ্বিন কিন্তু থামার বিন্দুমাত্র কোনও লক্ষণ দেখাচ্ছেন না। আসন্ন বাংলাদেশ সিরিজ়েও টিম ইন্ডিয়া ভাল ফলাফলের জন্য তাঁর দিকে তাকিয়ে। অশ্বিন কিন্তু ওপার বাংলার দলের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে এক দুই নয়, পাঁচ পাঁচটি রেকর্ড গড়তে পারেন। কী সেই রেকর্ডগুলি?ভারতের মাটিতে সব ফর্ম্যাট মিলিয়ে কিংবদন্তি অনিল কুম্বলে সর্বাধিক ৪৮৬টি উইকেট নিয়েছেন। বাংলাদেশের সিরিজ়ে অশ্বিন আর ২২টি উইকেট নিলেই সেই রেকর্ড ভেঙে ফেলবেন।

বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে অশ্বিনের দখলেও এখনও পর্যন্ত মোট ২৩টি উইকেট রয়েছে। আর মাত্র নয়টি উইকেট নিলেই জাহির খানকে পিছনে ফেলে অশ্বিন দুই পড়শি দেশের লাল বলের ক্রিকেটে লড়াইয়ে সর্বোচ্চ উইকেটশিকারি হয়ে যাবেন।

চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেরও সর্বাধিক উইকেটশিকারি হতে পারেন অশ্বিন। তারকা ভারতীয় আপাতত জস হ্যাজেলউডের থেকে নয় উইকেট পিছিয়ে রয়েছেন। 

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অশ্বিনের মোট ১০ বার এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে। যুগ্মভাবে ন্যাথান লিয়ঁর সঙ্গে শীর্ষে তিনি। তবে আর একবার এক ইনিংসে পাঁচ উইকেট নিলেই তিনি এককভাবে এই কৃতিত্বে মালিক হয়ে যাবেন।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক হওয়ারও হাতছানি রয়েছে অশ্বিনের সামনে। লিয়ঁর ১৮৭ উইকেটের থেকে ১৪টি উইকেট পিছিয়ে রয়েছেন অশ্বিন। তারকা স্পিনার শেষমেশ কয়টি রেকর্ড গড়তে পারেন এখন সেটাই দেখার বিষয়।   

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: পাক-বধ করা বাংলাদেশ কি বেগ দেবে ভারতকে? জবাবে রোহিত বললেন… 

আরও দেখুন