Rohit Sharma talks about how challenging Bangladesh series will be following their victory in Pakistan

চেন্নাই: পাকিস্তানের বিরুদ্ধে মাসখানেক আগেও বাংলাদেশের জয়ের ভাঁড়ার ছিল শূন্য। কিন্তু দিনকয়েক আগে সমাপ্ত সিরিজ়ে নাজমুল হোসেন শান্তরা যে শুধু খাতাই খুলেছেন, তা নয়, শান মাসুদদের হোয়াইটওয়াশও করেছেন। সেই আত্মবিশ্বাস নিয়েই ভারতের (Indian Cricket Team) বিরুদ্ধেও লাল বলের ক্রিকেটে জয়ের খাতা খুলতে আগ্রহী বাংলাদেশ। আত্মবিশ্বাসে ফুটতে থাকা বাংলাদেশ দল ভারতকে (IND vs BAN) ঠিত কতটা বেগ দিতে পারে? এই প্রশ্নের জবাব দিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)।

বাংলাদেশ সিরিজ়ের আগে প্রাক সাংবাদিক সম্মেলনে রোহিত শর্মা বলেন, ‘চেন্নাইয়ে আমাদের বেশ ভাল একটা প্রস্তুতি শিবির হয়েছে যেখানে আমরা বেশ খানিকটা সময় কাটিয়েছি। কয়েকজন তো সদ্য দলীপ ট্রফিও খেলেছে। আমরা এই সিরিজ়ের জন্য প্রস্তুত। সব দলোওই ভারতকে হারাতে পারলে মজা পায়। তবে আমরা এইসব নিয়ে চিন্তুত নই। সে তো এ বছরের শুরুতে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ় নিয়েও কতকিছুই না বলা হয়েছিল। আমরা শুধু মনযোদ দিয়ে নিজেদের কাজটা করে গিয়েছি।’ 

এই সিরিজ়ের মাধ্যমেই ভারতীয় দলে আবার ঋষভ পন্থ জাতীয় দলে ফিরেছেন। তাই কিপার হিসাবে পন্থ না কেএল রাহুল, কে দলে সুযোগ পাবেন, সেই নিয়েও প্রশ্নচিহ্ন রয়েছে। রোহিত এর জবাবে বলেন, ‘কেএল রাহুলের মধ্যে টেস্টে সফল হওয়ার সমস্ত মালমশলা রয়েছে। এই ফর্ম্যাটে ওর সাফল্য না পাওয়ার কোনও কারণ আমি তো অন্তত দেখতে পাই না।’ 

এ বছরের শেষের দিকেই আবার অস্ট্রেলিয়া সফরে যাবে টিম ইন্ডিয়া। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নদের ঘরের মাঠে সেই মেগা সিরিজ় ঘিরে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। তবে কোনওভাবেই এই বাংলাদেশ সিরিজ় অজ়িদের বিরুদ্ধে সেই সিরিজ়ের ড্রেস রিহার্সাল নয়, তা স্পষ্ট করে দিয়েছেন রোহিত। ‘দেশের হয়ে খেলার সময় প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ। এটা কোনওভাবেই অস্ট্রেলিয়া সিরিজ়ের জন্য ড্রেস রিহার্সাল নয়। এই সিরিজ়ের মাধ্যমে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট জয়ের সুযোগ রয়েছে। সেই কারণেই মরশুমের শুরুটা তো ভালভাবে করাটা আবশ্যক।’ বলেন ভারতীয় অধিনায়ক।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: ভারত-বাংলাদেশ সিরিজ়ের আগে চেন্নাইয়ের তপ্ত পরিবেশে কড়া ফ্লিডিং অনুশীলনে জয়ী বিরাট কোহলির দল

আরও দেখুন