Vishwakarma Puja: কর্মের দেবতা বিশ্বকর্মা, তাঁর পুজোয় বন্ধুকে পাঠান পুজোর শুভেচ্ছা বার্তা

মহাদেবের ত্রিশূল হোক বা শ্রী হরির সুদর্শন চক্র, হনুমানের গদা হোক অথবা স্বয়ং শ্রী জগন্নাথ দেব, এই সবকিছুই যিনি নিজের হাতে তৈরি করেছেন তিনি হলেন ব্রহ্মা পুত্র বিশ্বকর্মা। প্রতিবছর ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মার পুজো অনুষ্ঠিত হয় সারা দেশজুড়ে।

হিন্দুরীতি অনুযায়ী, বিশ্বকর্মা পুজো শুরু হওয়ার সাথে সাথে শুরু হয়ে যায় সকল পূজোর প্রস্তুতি পর্ব। প্রতিবছরের মত এই বছরেও একটি নির্দিষ্ট তিথি মেনে করা হবে বিশ্বকর্মার আরাধনা। বিশ্বকর্মা পুজোর প্রাক্কালে আপনি যদি আপনার প্রিয়জনকে শুভেচ্ছা বার্তা জানাতে চান তাহলে এখনই দেখে নিন এই প্রতিবেদনটি।

বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা বার্তা 

 

বিশ্বকর্মার আশীর্বাদে তোমার জীবন হয়ে উঠুক সুন্দর। তোমাকে জানাই বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা।

এই পৃথিবী যার হাতে তৈরি, সেই বিশ্বকর্মার আশীর্বাদ যেন থাকে সকলের ওপর। তোমাকে জানাই বিশ্বকর্মা পুজোর অনেক শুভেচ্ছা।

(আরও পড়ুন: ইডলি বেঁচে গিয়েছে? সেগুলি দিয়ে বানিয়ে ফেলুন এই দারুণ পদগুলি, রইল রেসিপি)

বিশ্বকর্মার আশীর্বাদে পৃথিবী থেকে দূর হয়ে যাক সমস্ত গ্লানি, সমস্ত ভেদাভেদ এবং কষ্ট। বিশ্বকর্মা পুজোর পূণ্য লগ্নে তোমাকে এবং তোমার পরিবারকে জানাই অনেক শুভেচ্ছা।

বিশ্বকর্মা পুজোর দিন প্রত্যেকটি কলকারখানা এবং শিল্পক্ষেত্র সেজে ওঠে আনন্দে, তাঁর আশীর্বাদেই হয় সবকিছু সম্ভব। তোমাকেও জানাই বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা বার্তা।

বিশ্বকর্মার কাছে মন খুলে বল নিজের সমস্ত দুঃখ, তিনিই করে দেবেন সব কিছুর সমাধান। তোমাকে জানাই বিশ্বকর্মা পূজার অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা।

(আরও পড়ুন: মোদক খেয়ে এবার ক্যালোরিবার্ন করতে হবে? কী বলছেন দীপিকা পাড়ুকোনের ট্রেনার স্বয়ং)

এই বিশ্বব্রহ্মাণ্ড তিনি সাজিয়েছেন নিজের হাতে, এটিকে সুন্দর করে রাখার দায়িত্ব আমাদের। তোমাকে জানাই বিশ্বকর্মা পূজার অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা।

বিশ্বকর্মা পুজো মানেই আনন্দ আর উত্তেজনা, সবকিছু মিলিয়ে এই দিনটি হয়ে উঠুক সুন্দরময়। তোমাকে জানাই বিশ্বকর্মা পূজোর ভালোবাসা এবং প্রীতি শুভেচ্ছা।