ইসরায়েলি সেনাবাহিনীর প্রতি যুক্তরাষ্ট্রের হতাশা প্রকাশ 

জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড ইসরায়েলের সামরিক বাহিনীর বিরুদ্ধে গাজার স্কুল, মানবিক কর্মী ও বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তুতে পরিণত করার অভিযোগ আনেন। সোমবার (১৬ সেপ্টেম্বর) জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে থমাস-গ্রিনফিল্ড বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে জাতিসংঘ ও  মানবিক কর্মীদের ওপর আক্রমণ রোধ করা যেত।মার্কিন সংবাদমাধ্যম এপি এ খবর জানিয়েছে।

গাজায় ইসরায়েলি হামলার এক বছর পূর্ণ হতে চলেছে। আর ইসরায়েলের বিরুদ্ধে মার্কিন অসন্তোষ বাড়ছে।

থমাস-গ্রিনফিল্ড বলেন, গত সপ্তাহে ইসরায়েলি হামলায় একটি স্কুলকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়। ওই স্কুলে জাতিসংঘের সহায়তাকারী সংস্থা- ইউএনআরডব্লিউএ পরিচালিত আশ্রয়কেন্দ্রে অন্তত ১৮ জন নিহত হয়; যাদের বেশিরভাগই নারী ও শিশু।

ইসরায়েল বলছে, তারা ওই স্থানে হামাসের একটি কমান্ড সেন্টার লক্ষ্য করে আক্রমণ চালিয়েছিল। ইসরায়েলে জাতিসংঘের রাষ্ট্রদূত ড্যানি দানন দাবি করেন, ওই আক্রমণে হামাসের কর্মীরা নিহত হয়, যারা দিনে ইউএনআরডব্লিউএ’র জন্য কাজ করত এবং রাতে হামাসের পক্ষে কাজ করত।

এ ঘটনার স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

থমাস-গ্রিনফিল্ড জানান, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বারবার বলে আসছে যে তারা যেন মানবিক কার্যক্রমকে সুরক্ষা দেয় এবং স্কুল ও অন্যান্য বেসামরিক স্থাপনাগুলিকে লক্ষ্যবস্তুতে পরিণত না করে।

তুর্কি আমেরিকান মানবাধিকার কর্মী আয়সেনুর আইগির হত্যাকাণ্ডে মার্কিন ‘ক্ষোভ’ পুনর্ব্যক্ত করেছেন তিনি গত সপ্তাহে অধিকৃত পশ্চিম তীরে একটি বিক্ষোভের সময় ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে নিহত হন আইগি। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলেছে, তারা ভুলবশত এ ঘটনা ঘটিয়েছে। এ জন্য তারা অপরাধ তদন্ত শুরু করেছে।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, আইডিএফ একটি পেশাদার সামরিক বাহিনী। তারা বেশ ভালোভাবেই জানে,এই ধরনের ঘটনা যাতে না ঘটে তা কীভাবে নিশ্চিত করা যায়।

গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৪১ হাজার ২২৬ ফিলিস্তিনি নিহত হয়েছে।