চ্যাম্পিয়নস লিগ: ধর্মঘটের কথা ভাবছেন খেলোয়াড়রা

নতুন ফরম্যাটে মাঠে গড়িয়েছে চ্যাম্পিয়নস লিগ। ইউরোপের ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইকে আরও আকর্ষণীয় করতে দলের সংখ্যা বাড়ানো হয়েছে। কিন্তু সেটা করতে গিয়ে খেলোয়াড়দের বাড়তি ম্যাচ খেলার চাপে পড়তে হচ্ছে। যা নিয়ে অসন্তোষ বেশিরভাগ খেলোয়াড়দের। এর প্রতিবাদ জানানোর কথা ভাবছেন তারা। ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রিও তেমনটাই জানিয়েছেন। 

যে ফরম্যাটে খেলা হচ্ছে তাতে নকআউট পর্বের আগে যুক্ত হয়েছে আরও দুটি ম্যাচ। তাছাড়া ক্লাব বিশ্বকাপেও দল সংখ্যা বেড়েছে। সব মিলে বাড়তি ওয়ার্কলোড ভাবাচ্ছে সবাইকে। কারণ শরীরকে সতেজ রাখাই যে কঠিন হয়ে যায়। বুধবার ইন্টার মিলানের মুখোমুখি হওয়ার আগে ম্যানসিটির মিডফিল্ডার রদ্রি বলেছেন, ম্যাচ বাড়ানোর প্রতিবাদে ধর্মঘট করার কথা ভাবছেন তারা। যখন ধর্মঘট নিয়ে প্রশ্ন ছুটে আসে, জবাবে বলেছেন, ‘আমার মনে হয়, ধর্মঘটের খুব কাছে আছি। যদি ব্যাপারটা এভাবেই চলতে থাকে, তখন এছাড়া (ধর্মঘট) আর কোনও বিকল্প থাকবে না। তার পরেও দেখা যাক।’

চ্যাম্পিয়ন লিগ ও ক্লাব বিশ্বকাপের নতুন ফরম্যাটের কারণে সিটিকে গত মৌসুম থেকে কমপক্ষে হলেও চারটি বাড়তি ম্যাচ খেলতে হবে। গত ডিসেম্বর ক্লাব বিশ্বকাপ জিততে তাদের দুটি ম্যাচ খেলতে হয়েছিল। কিন্তু আগামী গ্রীষ্মে সব বাধা পার হয়ে গেলে তিনটি গ্রুপ পর্বের ম্যাচের সঙ্গে চারটি নকআউট ম্যাচ খেলতে হবে তাদের! এই বাড়তি ম্যাচ খেলার ধকলকেই মেনে নিতে পারছেন না খেলোয়াড়রা।